
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার হাতিয়ার। ছাত্রদল তারেক রহমানের প্রিয় সংগঠনের নাম। গত ১৬ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে, ভোটের দাবিতে লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে। ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অসংখ্য ভাই, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। তাদের রক্তের মধ্যে দিয়ে এই জুলাই-আগস্টের পটভূমি তৈরি হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে শিক্ষার্থী ও মহিলাদের এ মিছিল হয়।
তিনি বলেন, ছাত্রদল সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অভূতপূর্ব রক্তক্ষয়ী সংগ্রাম গড়ে তুলেছে। সেই সংগ্রামে হাজার হাজার ভাই জীবন দিয়েছেন। যেমন জীবন দিয়েছেন আবু সাইদ-মুগ্ধ, তেমনি জীবন দিয়েছেন ছাত্রদলের ভাই ওয়াসিমসহ ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী। জীবন দিয়ে শেখ হাসিনার পতনের পথ তারা তৈরি করেছে।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সেই ৯০ এর ঐতিহাসিক ভূমিকা ও পথরেখাকে অবলম্বন করে বাংলাদেশের ছাত্রসমাজ ও ছাত্রদল জুলাই-আগস্টে ৩৬ দিন আন্দোলন সংগ্রাম করে, জীবন দিয়ে, আহত হয়ে, বুক পেতে গুলি বরণ করে নিয়ে শেখ হাসিনার পতনকে সুনিশ্চিত করেছে।
তিনি বলেন, ছাত্রদলকে অতীতের মতো আগামী নির্বাচনেও যার যার এলাকার সব সাধারণ ছাত্র-ছাত্রী, তরুণ যুবকদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। যেন আমরা সবাইকে সম্পৃক্ত করে বিপুল ভোটের ব্যবধানে জামালপুর -৩ মেলান্দহ-মাদারগঞ্জ সংসদীয় আসন জয়লাভ করে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে তুলে দিতে পারি।
মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আজকে দল পরিচালনা করতে গিয়ে আমাদের কোনো কর্মকাণ্ড মানুষের অপছন্দ হতে পারে, সংগঠন পরিচালনা করতে গিয়ে কাউকে কাউকে অসন্তুষ্ট করতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার বিরুদ্ধে কারো সমালোচনা করার সুযোগ নাই। বিশেষ করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করার সুযোগ বাংলাদেশে নাই। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কোনো সমালোচনা, বিষোদগার, মিথ্যাচার করার সুযোগ বাংলাদেশে নাই। বর্তমান যুগ হচ্ছে মেধার যুগ, দক্ষতার যুগ, ছাত্রদলকে বর্তমান যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, সহ-সভাপতি রফিকুল ইসলাম রহিম, সৈয়দ রাশেদুজ্জামান আপু, ফজলুর রহমান ঠান্ডা, তৈয়বুর রহমান মাস্টার, সফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনি, মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, ফরিদা ইয়াসমিন পুশিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের নেতারা।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস ...
নিউজ ডেস্কঃ কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভ...
নিউজ ডেস্কঃ হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয়...
নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিকদের মধ্...
নিউজ ডেস্কঃ বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকে...
মন্তব্য (০)