• রাজনীতি

ইসির আচরণ মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো: হাসনাত আবদুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইসির আচরণ ‘মধ্যযুগীয় রাজা-বাদশাহদের মতো’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (রোববার, ১৯ অক্টোবর) প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

‎হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যে মার্কাগুলো দেয়া হয়েছে বিভিন্ন সময়, কোন নীতিমালার ভিত্তিতে সেগুলো দেয়া হয়েছে, সেটারও কোনো স্পষ্ট নীতিমালা নেই। অর্থাৎ, নির্বাচন কমিশন, মধ্যযুগীয় বর্বর যে শাসনব্যবস্থা দেখতাম; যেখানে রাজা যেভাবে ইচ্ছা আইন প্রণয়ন করে, সেভাবেই সেটা বাস্তবায়ন করে। নির্বাচন কমিশনের আচার-আচরণে আমরা এ ধরনের, আমি বলছি না যে তারা এটা করছে বা তাদের ইচ্ছা আছে, কিন্তু আমরা দেখছি মধ্যযুগীয় রাজা বাদশাহদের আচার-আচরণের সঙ্গে তাদের একটা সাদৃশ্য রয়েছে।’

‎তিনি বলেন, ‘আমরা দেখেছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে। যতক্ষণ না নির্বাচন কমিশন আইনগত জায়গা থেকে কথা না বলবে, আমরা ধরে নেবো এ সিদ্ধান্তগুলো, ধরে নেয়ার বিষয় না; এটি এখন স্পষ্ট, এ সিদ্ধান্তগুলো আমাদের কাছে মনে হচ্ছে চাপিয়ে দেয়া। নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটা আসলে অন্য জায়গায়।’

‎তিনি আরও বলেন, ‘তাদের এ আচরণে আমাদের কাছে মনে হয় না যে, তারা একটি সুষ্ঠু, নিরপক্ষে একটা নির্বাচন পরিচালনা করতে পারবেন। আমরা অবাক হয়েছি জুলাই পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের একজন সদস্য— রহমান এন মাসুদ। উনি বলছেন যে, নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, অংশগ্রহণমূলক করতে হয় সেক্ষেত্রে নাকি আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। এ পর্যায়ে উনি এ কথা বলছেন।’

‎নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম সাপেক্ষে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, স্বচ্ছ, প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন করার কোনো ধরনের কোনো যোগ্যতা নেই। আমরা বলেছি এ নির্বাচন কমিশন একটা স্পাইনলেস (মেরুদণ্ডহীন) একটা নির্বাচন কমিশন।’

মন্তব্য (০)





image

পিআর নিয়ে জামায়াতকে একহাত নিলেন নাহিদ

নিউজ ডেস্ক : নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর আন্দোলন পরিকল্...

image

শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

নিউজ ডেস্ক : এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল...

image

‎জুলাই যোদ্ধাদের নিয়ে মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে, দাবি সা...

নিউজ ডেস্কঃ জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির ...

image

বুলেটপ্রুফ গাড়ি কিনছে বিএনপি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্...

image

সুষ্ঠু নির্বাচন করার কোনো যোগ্যতা নেই বর্তমান ইসির: হাসনাত

নিউজ ডেস্কঃ সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যত বার্তমান ...

  • company_logo