• রাজনীতি

হেফাজত এখন ‘গরীবের বউ, সবার ভাবী’র মতো হয়ে গেছে: রফিকুল মাদানী

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হেফাজতকে বিভিন্ন ইসলামি দলের নেতারা নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে মন্তব্য করে তরুণ ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, হেফাজত এখন ‘গরীবের বউ সবার ভাবী’র মতো হয়ে গেছে। এটা কষ্টের কথা।

‎সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। রফিকুল ইসলাম মাদানী অভিযোগ করে বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এখন কয়েকটি ইসলামি দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন। হেফাজত যদি সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হতো তাও ভালো ছিল, তাহলে এ দোটানার মধ্যে থাকতে হতো না।

‎তিনি বলেন, হাটহাজারীর কিছু নেতাসহ হেফাজতের একটা অংশ এখনও রাজনীতিবিমুখ আছে। যারা রাজনীতির বাইরে থাকতে চান। কিন্তু যে অংশটা এখন হেফাজত নিয়ন্ত্রণ করছে, যারা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে তারা সবাই সরাসরি গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে জড়িত। এরা বিভিন্ন দলের- যেমন জমিয়ত, খেলাফত মজলিশ, নেজামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন- এ অংশটার অধীনে এখন হেফাজত চলে গেছে। এ কারণে এখন বিভিন্ন বিষয়গুলো প্রকাশ হচ্ছে। 

‎তরুণ এই ইসলামি বক্তা বলেন, হেফাজত প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যহত হয়ে গেছে। কারণ উত্থানের সময় যে প্রভাব ও শক্তি ছিল সেটি এখন হেফাজতের নাই। এটাই বাস্তবতা। হেফাজতের প্রভাবে বিগত সরকারের প্রধানমন্ত্রী সব বিষয়ে হেফাজতের প্রতিক্রিয়ার কথা ভাবতেন।

‎তিনি আরও বলেন, হেফাজত যখন অরাজনৈতিক ভূমিকায় ছিল তখন তারা আদর্শিক ও প্রভাবশালী সংগঠন হিসেবেই বিবেচিত হতো, ফলে সব রাজনৈতিক দল ওই সময় তাদের কাছে টানতে চাইতো। হেফাজত আমিরের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রধানমন্ত্রীকেও চেষ্টা করতে হতো। আর এখন হেফাজতের আমির-মহাসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।

‎রফিকুল ইসলাম মাদানী বলেন, হেফাজতকে তার নিজস্ব আদর্শে রেখে কাজ করা, হেফাজতের অরাজনৈতিক আদর্শ অক্ষুন্ন রেখে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে চলছে না। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে ইসলামবিরোধী যেকোন কর্মকাণ্ডে সরকারকে চ্যালেঞ্জ জানাতে পারে সেই শক্তি এখন হেফাজতের নেই।

মন্তব্য (০)





image

জুলাই-আগস্টের পটভূমি তৈরি করেছে ছাত্রদল: বাবুল

জামালপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফি...

image

বগুড়ায় সার্জিস আলমের সভাস্থল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ: প...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস ...

image

‎জুলাই সনদ স্বাক্ষরের পর কিছু দল ভিন্ন রূপ ধারণ করেছে: আলাল

নিউজ ডেস্কঃ কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে বাইরে এসে ভ...

image

‎অভ্যুত্থানের পর রাজনীতিকদের মাঝে অনৈক্য অত্যন্ত হতাশাজনক...

নিউজ ডেস্কঃ জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনীতিকদের মধ্...

image

জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

নিউজ ডেস্কঃ বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকে...

  • company_logo