
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় শেষ হলো সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্ণামেন্ট।
বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় অংশ নেয় পত্নীতলা উপজেলা দল ও রাণীনগর উপজেলা দল।
খেলায় প্রথমে রাণীনগর উপজেলা দল ব্যাট করতে নেমে ৬২ রানের লক্ষ্য দেয় পত্নীতলা উপজেলা দলকে। জবাবে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পত্নীতলা উপজেলা দল এবং ৫ উইকেটে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
টুর্ণামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট সংগ্রাহক ও ম্যান অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার সজল আহমেদ। এছাড়া ম্যান অব ম্যাচ নির্বাচিত হয় রাণীনগর উপজেলা দলের খেলোয়ার মিরাজ হোসেন। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তোলে দেয় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজনে টুর্ণামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহেদী হাসানসহ অন্যান্যরা।
পুরষ্কার বিতরণ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বিভিন্ন ক্রীড়া ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান ...
গোপালপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাস ও ট্রাক মালিকদ...
ফরিদপুর প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা...
খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ...
জামালপুর প্রতিনিধি : আগুনের ভয়াবহ ধংসের হাত থেকে রক্ষার কৌশল ও বিভিন্ন প...
মন্তব্য (০)