
ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম সেলের অভিযানে ১৮ লাখ ২০ হাজার টাকার সমমূল্যের ৯১টি হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৯০ হাজার ৪৫০ টাকা এবং হ্যাক হওয়া ২টি সোশ্যাল মিডিয়া আইডি উদ্ধার করেছে।
এপিবিএন সূত্রে জানা যায়, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। ভুক্তভোগীদের দেশের বিভিন্ন থানায় করা জিডি কপির ভিত্তিতে এপিবিএন সদর দফতর, উত্তরা, ঢাকার এলআইসি/সিআইএ শাখার প্রযুক্তিগত সহায়তায় মোবাইলগুলো শনাক্ত করা হয়। পরবর্তীতে সাইবার ক্রাইম সেল সর্বমোট ৯১টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজারমূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, ভুলক্রমে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়া টাকার বিষয়ে করা তিনটি জিডির ভিত্তিতে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সহযোগিতায় মোট ৯০ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে ফেরত দেয়।
এ ছাড়া মুক্তাগাছা ও ত্রিশাল থানায় করা দুটি জিডির ভিত্তিতে হ্যাক হওয়া একটি ফেসবুক ও একটি ইমো আইডি সফলভাবে পুনরুদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করে।
রোববার (২৩ সেপ্টেম্বর) মুক্তাগাছা এপিবিএন ক্যাম্পাসে এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন, টাকা ও আইডি সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেন ২ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর), প্রশাসন শাখার কর্মকর্তারা, অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সদস্যরা এবং সাইবার ক্রাইম সেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ শহরের জিমখানায় অভিযান ...
গোপালপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাস ও ট্রাক মালিকদ...
ফরিদপুর প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে জেলা...
খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ...
নওগাঁ প্রতিনিধি : তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁয় ...
মন্তব্য (০)