
ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। পরে রাত নয়টার দিকে ফল ঘোষনা করা হয়। ফলাফলে সভাপতি মোশররফ হোসেন বাবু , সাধারন সম্পাদক মকছুদার রহমান মাষ্টার, সাংগঠনিক টিটন ও রাহাত নির্বাচিত হন।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মোশররফ হোসেন বাবু ৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৩৮৮ভোট পেয়ে জয়ী হয়েছেন মকছুদার রহমান মাস্টার। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুরে আলম সিদ্দিক পিটন ৩৬৬ ভোট এবং হারুন অর রশিদ রাহাত ৩২৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ বছর ধরে গাইবান্ধা সদর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল। নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হল রুমে দলটির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক পদে ৯২৩ জন কাউন্সিলরের মধ্যে ৮৫৭ জন ভোট দেন।
কাউন্সিলে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টার বলেন, দীর্ঘ ৯ বছর পর নেতাকর্মীরা সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন। এতে তৃণমূলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এতে সাংগঠনিক গতিও বাড়বে।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...
গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের...
বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার...
মন্তব্য (০)