• সমগ্র বাংলা

কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলার প্রতিবাদে নাসির উদ্দিন খাঁনকে বয়কট ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলে কটাক্ষ করার প্রতিবাদে মুফতি নাসির উদ্দিন খাঁনকে বয়কট এবং অবাঞ্ছিত ঘোষণা করেছে কালীগঞ্জবাসী।

এ দাবিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর এলাকার নতুন ব্যাংক মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, এ ঘটনার পর একই দিন সকালে কালীগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছাত্তার মোল্লা মুফতি নাসির উদ্দিন খাঁনের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, কালীগঞ্জের জনগণকে অপমান করে দেওয়া বক্তব্য প্রমাণ করেছে নাসির উদ্দিন খাঁন জনবিচ্ছিন্ন।

তারা জানান, কালীগঞ্জের মর্যাদাকে কলঙ্কিত করে দেওয়া এ ধরনের মন্তব্য আর মেনে নেওয়া হবে না।

বিক্ষোভকারীদের উত্থাপিত ৬ দফা দাবি মধ্যে ছিল, ১. তাৎক্ষণিক বক্তব্য প্রত্যাহার – কালীগঞ্জ সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার। ২. প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা – কালীগঞ্জের জনগণের কাছে সরাসরি ক্ষমা চাইতে হবে। ৩. মানহানির দায় স্বীকার – ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে লিখিত অঙ্গীকার।
৪. সাংগঠনিক ব্যবস্থা – জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক নাসির উদ্দিনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। ৫. আঞ্চলিক মর্যাদা রক্ষা – কালীগঞ্জের মর্যাদা রক্ষায় প্রশাসন ও স্থানীয় সরকারের আনুষ্ঠানিক বিবৃতি প্রদান। ৬. নীতিগত নিশ্চয়তা – কোনো জনপ্রতিনিধি বা সংগঠনের নেতা যেন ভবিষ্যতে কোনো উপজেলার জনগণকে হেয় না করতে পারে, এ বিষয়ে রাজনৈতিক মহলে আচরণবিধি প্রণয়ন।

কালীগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছাত্তার মোল্লার দেওয়া লিগ্যাল নোটিশে মুফতি নাসির উদ্দিন খাঁনকে বলা হয়, যেভাবে কালীগঞ্জ উপজেলাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, ঠিক সেভাবেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিডিও বার্তার মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করতে হবে। তা না হলে, কালীগঞ্জের নাগরিক সমাজ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে নাসির উদ্দিন খাঁনকেই বহন করতে হবে।

মন্তব্য (০)





image

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি বাবু, সম্পা...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষ...

image

কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...

image

রানীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...

image

জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, অপারেশন থিয়েটার স...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...

image

বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার উদ্যোগে কর্মী স...

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার...

  • company_logo