• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নিজ বসতবাড়ি থেকে রাশিদা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুরী গ্রামে থে‌কে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক ভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। তবে পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তাঁকে।

রাশিদা ঘিওর উপজেলার পশ্চিম বাইলজুরী গ্রামের বাসিন্দা। সেখানে তিনি নিজের বাড়ি করে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর আগে সাবেক স্বামীর সঙ্গে রাশিদার বিবাহ বিচ্ছেদ হয়। পরে জীবিকার তাগিদে রাশিদা জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফেরে সে। প্রায় সাত বছর আগে পশ্চিম বাইলজুরী গ্রামে ছোট বোনের বাড়ির পাশে বসত বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছিল। রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা আক্তার বর্তমানে জর্ডান থাকে। সকালে তাঁকে নিজ ঘরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই বাড়িতে ডাকাত হানা দিয়েছিল বলে দাবি করেন স্থানীয় পয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল লতিফ। তিনি বলেন, ওই বাড়িতে ডাকাতেরা হানা দেয় বলে শোনা যাচ্ছে। ডাকাতেরা রাশিদাকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে নিয়ে গেছে। তবে ঘটনার সত্যতা পুলিশ বের করতে পারবে।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কে বা কারা এবং কেন হত্যা করল, তা প্রাথমিক তদন্তে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি বাবু, সম্পা...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষ...

image

কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...

image

রানীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...

image

জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, অপারেশন থিয়েটার স...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...

image

কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলার প্রতিবাদে নাসির উদ্দিন খাঁনকে বয়ক...

গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের...

  • company_logo