
ছবিঃ সিএনআই
খুলনা প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মণ্ডপে মোট ছয় লাখ ৮৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। তিনি মণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রশাসক মো. ফিরোজ সরকার বলেন, “উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পূজা কমিটি গঠন করে সব মণ্ডপ পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। এছাড়া প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে।”
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিরা।
প্রসঙ্গত, নগরীর প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে বলে কেসিসি সূত্রে জানা গেছে।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...
গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের...
মন্তব্য (০)