
ছবিঃ সিএনআই
খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে প্রাণ হারালেন সাইফুল ইসলাম (৩৮)। অভিযোগ উঠেছে—গত রোববার (২১ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ডের এক আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) চিকিৎসকের অনুমতি ছাড়াই তার অক্সিজেন মাস্ক খুলে দেন। কয়েক মিনিটের মধ্যেই সাইফুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন খুলনার সর্বস্তরের ছাত্র জনতা ও ভুক্তভোগী স্বজনরা।
সমাবেশে বক্তারা হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি ও হয়রানির চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন— খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত হয়রানির শিকার হতে হয় রোগী ও স্বজনদের। সন্তান জন্মের পর নার্স ও খালারা জোরপূর্বক টাকা দাবি করেন। অনেক সময় অস্বীকার করলে পরেও এসে আদায় করে নেন। বকশিশ ছাড়া তারা কোনো কাজ করেন না। বকশিশ পেলে যেন ঈদের মতো আনন্দ পান।
তারা আরও বলেন, হাসপাতালের ভেতরে ডায়াগনস্টিক মেশিন থাকলেও সেগুলো অচল অবস্থায় পড়ে থাকে। ফলে রোগীদের বাধ্য হয়ে বাইরের বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে হয়।
বিক্ষোভকারীরা জোর দিয়ে বলেন— ডাক্তারের অনুমতি ছাড়া অক্সিজেন খুলে নেওয়ার মতো ভয়াবহ ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। হাসপাতাল পরিচালিত হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালক বরাবর মৌখিক অভিযোগ পেশ করেন। তারা বলেন, সাইফুল ইসলামের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং গোটা সমাজের জন্য এক সতর্কবার্তা। এই মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।
সাইফুল ইসলাম খুলনার খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের বাসিন্দা। কিডনি জটিলতা নিয়ে তিনি গত শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বজনদের অভিযোগ, চিকিৎসক বা নার্সরা নয়, বরং ওয়ার্ডের ক্লিনাররাই নির্ধারণ করেন কার অক্সিজেন প্রয়োজন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ঘটনাটি তদন্ত করে দায়ী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসপাতালের ভেতরে দালালচক্র ও আউটসোর্সিং কর্মচারীদের লাগাম টেনে ধরতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ প্রশ্ন তুলছে— হাসপাতালে জীবনরক্ষাকারী সিদ্ধান্ত কেন ডাক্তার-নার্স নয়, বরং ক্লিনাররা নেবেন? আউটসোর্সিংকৃত কর্মচারীদের হাতে কেন রোগীদের জীবন-মৃত্যুর ভার থাকবে? দুর্নীতি, হয়রানি আর অব্যবস্থাপনা বন্ধে কার্যকর উদ্যোগ কবে নেওয়া হবে?
এমন প্রশ্নের উত্তর না মিললেও সাইফুলের মৃত্যু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সীমাহীন অব্যবস্থাপনা ও স্বজনপ্রীতির অন্ধকার দিক উন্মোচন করেছে।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...
গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের...
মন্তব্য (০)