• সমগ্র বাংলা

আশেক মাহমুদ কলেজে আবেগঘন পরিবেশে অধ্যক্ষ হারুন অর রশিদের বিদায় সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। আজ রবিবার কলেজ অডিটোরিয়ামে তাকে ঘিরে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক আবেগঘন পরিবেশে।


রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদের বিদায় সংবর্ধনা। আগামী ৩০ সেপ্টেম্বর তার চাকরির মেয়াদ শেষ হবে। তাই কলেজ পরিবারের উদ্যোগে এ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এম মোঃ শামসুজ্জান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্যে বলেন, অধ্যক্ষ হারুন অর রশিদের সততা, প্রজ্ঞা, দূরদর্শী নেতৃত্ব ও সৃজনশীল চিন্তার কারণে কলেজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তার বিদায়ে কলেজ পরিবারে এক শূন্যতা সৃষ্টি হলো।

শিক্ষার্থী ওমর ফারুক বলেন স্যার আমাদের শুধু পাঠদান করেননি, তিনি আমাদের অভিভাবক ছিলেন। তার আন্তরিক আচরণ, সহজ-সরল জীবনধারা এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।

শিক্ষার্থী হৃদয় আহম্মেদ শাওন আবেগঘন কণ্ঠে বলেন
স্যার আমাদের জীবনের দিশারী ছিলেন। তিনি আমাদের শুধু বইয়ের পাঠ শেখাননি, শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয়, কিভাবে আদর্শ নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হয়। স্যারের হাসিমুখ, স্নেহভরা ডাকে আমাদের আর কখনো ডাকা হবে না এই চিন্তায় বুকটা হাহাকার করে উঠছে। কলেজে প্রতিটি পদক্ষেপে স্যারের অভাব আমরা গভীরভাবে অনুভব করবো। স্যারের দেওয়া শিক্ষা আমাদের জীবনভর পথ দেখাবে।

বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ বলেন আগামী ৩০ তারিখে আমার চাকরির মেয়াদ শেষ হবে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে সারা দেশের প্রতিটি কলেজের অধ্যক্ষদের অপসারণ ও অপমানিত করা হয়েছে। কিন্তু আমার কলেজের শিক্ষার্থীরা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছে, তা আমি কোনোদিন ভুলতে পারবো না। এই ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আশেক মাহমুদ কলেজ আমার পরিবার, আর এই পরিবারকে আমি আজীবন মনে রাখবো।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা, অশ্রুসিক্ত চোখ আর করতালির মধ্যে দিয়ে বিদায়ী অধ্যক্ষকে বিদায় জানায় সরকারি আশেক মাহমুদ কলেজ পরিবার। এসময় পুরো অডিটোরিয়ামে নেমে আসে আবেগঘন নীরবতা।

মন্তব্য (০)





image

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি বাবু, সম্পা...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষ...

image

কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...

image

রানীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...

image

জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, অপারেশন থিয়েটার স...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...

image

কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলার প্রতিবাদে নাসির উদ্দিন খাঁনকে বয়ক...

গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের...

  • company_logo