• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে আসামী ধর‌তে গি‌য়ে ঘরে আট‌কে রাখা হ‌লো পু‌লিশ কর্মকর্তা‌দের, পিতা পুত্র গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় ওয়ারেন্টভুক্ত আসামী ধর‌তে গি‌য়ে আসামী প‌ক্ষে‌র লোকজন দ্বারা পু‌লি‌শের তিন এএসআই‌কে ঘরে নি‌য়ে আট‌কে রাখা ও গা‌লিগালা‌জের ঘটনায় পিতা পুত্রকে গ্রেফতার ক‌রে‌ছে সাটু‌রিয়া থানা পু‌লিশ।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাটুরিয়া উপ‌জেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামে।

জানা গে‌ছে, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা গ্রামের মৃত শেখ বান্দুর ছেলে সামছুল হক ধামরাই থানার সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। শনিবার রাতে সাটুরিয়া থানার তিন সহকারী উপ পরিদর্শক রিয়াজুল ইসলাম, কুতুব উদ্দিন, হাফিজুর রহমান গর্জনা গ্রামে সামসুল হকের বাড়ী যায়। সামসুল হকের নামে ঢাকা জেলার আদালত কর্তৃক ওয়ারেন্ট জারির কথা বলায় তার জামিনের রি কল দেখানোর কথা বলে নিজের বসত ঘরে সহকারী পরিদর্শকদের নিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। পুর্ব পরিকল্পনা অনুযায়ী পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের দিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ, বেঁধে মারধরের প্রক্রিয়া করে। দ্বায়িত্বরত অফিসার গন সাটুরিয়া থানায় বিষয়টি অবহিত করলে অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজন এএসআই কে উদ্ধার করে ও এ ঘটনায় সামছুল হক ও তার পুত্র আমিরুল হককে গ্রেফতার করে। 

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শাহিনুল ইসলাম জানায়, ধামরাই থানার একটি সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সামসুল। আমার অফিসার ওয়ারেন্ট তামিল করতে যায়। সেখানে সামসুল হক তার লোকজন দিয়ে পুলিশী কাজে বাধা প্রদান সহ তাদের ঘরে আটকিয়ে রাখে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে উদ্ধার করি। সামসুল হক ও তার ছেলে আমিরুল কে গ্রেফতার করা হয়ে‌ছে। এএসআই হাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ঐ মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়ে‌ছে।

 

 

মন্তব্য (০)





image

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি বাবু, সম্পা...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষ...

image

কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সা...

image

রানীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সাব-রেজিস...

image

জামালপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, অপারেশন থিয়েটার স...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হ...

image

কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলার প্রতিবাদে নাসির উদ্দিন খাঁনকে বয়ক...

গাজীপুর প্রতিনিধিঃ ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও শিক্ষার সমৃদ্ধ ভূমি গাজীপুরের...

  • company_logo