
ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জনের প্রাণহানির পর শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভ করেন এবং ‘গো ব্যাক মোদি’ স্লোগান দেন।
এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন।
মোদির এই সফর তিন দিনের, যা আসাম এবং বিহারকেও অন্তর্ভুক্ত করছে। বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য, যেখানে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বসবাস করে। বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনের গুরুত্বপূর্ণ এলাকা, এবং এটি ভারতের হিন্দি-ভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি।
মোদির সফরের সময় বিহারে মোট ৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে, যা কৃষি প্রকল্প, রেল যোগাযোগ, সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণ অন্তর্ভুক্ত।
মণিপুরের উত্তেজনা ২০২৩ সালের মে মাসে শুরু হয়, যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন।
মোদির চুরাচান্দপুরে, যা কুকি অধ্যুষিত এলাকা, জনসমক্ষে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "মণিপুরে জীবন স্বাভাবিক করতে ভারত সরকার সমস্ত প্রয়োজনীয় চেষ্টা করছে। আমি আজ আপনাদের সাথে আছি। ভারত সরকার মণিপুরের জনগণের সাথে আছে।" তিনি সব পক্ষকে শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী মণিপুরের রাজধানী ইম্ফলে, যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ, একটি সমাবেশেও ভাষণ দেওয়ার কথা ছিল।
মোদির পূর্ববর্তী সফর ২০২২ সালে, যখন তিনি প্রায় ৯৬০ মিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন, যার মধ্যে পাঁচটি হাইওয়ে এবং একটি নতুন পুলিশ সদর দফতর অন্তর্ভুক্ত ছিল।
মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ, যিনি মোদির বিজেপি দল থেকে, ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি রক্তক্ষয় রোধে ব্যর্থ হয়েছেন। এরপর থেকে এই রাজ্য সরাসরি নয়াদিল্লি থেকে শাসিত হচ্ছে।
মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে জমি ও সরকারি চাকরির জন্য দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংস্থা অভিযোগ করে রাজনৈতিক নেতা স্বার্থে এই বিভাজন বাড়াচ্ছেন।
নিউজ ডেস্কঃ প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তু...
নিউজ ডেস্কঃ নেপালে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন তিন মন্ত্রী...
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ...
নিউজ ডেস্ক : নেপালে সম্প্রতি সংঘটিত জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দা...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও ভারত নেপালের অন্তর্বর্তী প্...
মন্তব্য (০)