• সমগ্র বাংলা

খানসামায় আকামের ঘটনায় এসআইসহ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় আকামের ঘটনায় জড়িত একজন এসআইসহ একজন কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ঘটিত তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ঘটনার সূত্রপাতে জড়িতরা রয়ে গেছে ধরা ছোয়ার বাইরে।

জানা গেছে গত বুধবার রাতে খানসামা উপজেলা শহরের কলেজ সংলগ্ন একটি নিরিবিলি পরিবেশের বাড়ীতে ভাড়া থাকতো একজন ব্যবসায়ী  কয়েকদিন আগে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরে যায় সে। তবে রেখে যাওয়া বিভিন্ন আসবাপত্র মালামাল দেখভালের দ্বায়িত্বসহ ঘরের চাবি দিয়ে যান নুরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে। সুযোগ বুঝে বন্ধুর রেখে যাওয়া ফাঁকা বাড়ীতে একজন নারীকে নিয়ে ৩ সেপ্টেম্বর বুধবার রাতে হাজির হন  শাকলাইন আহমেদ নামে একজন ব্রাকে কর্মকর্তা। শুরু হয় তাদের ফুর্তিবাজী৷ খবর পেয়ে রাত ১টার দিকে কনস্টেবল এস এম আল মোক্তাফিকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেন খানসামা থানায় কর্মরত এসআই শাহিন সাহিব। মারপিট করাসহ ভয়ভীতি  দেখিয়ে এক প্রকার জিম্মি করে ৫টি মোবাইল ফোন নগদ ৭ হাজার টাকা এবং ২টি মোটর সাইকেল ছিনিয়ে নেন পুলিশ কর্মকর্তা এসআই শাহিন সাহিব। ভোর ৫টার দিকে মোটর সাইকেল দুইটি স্হানীয় একটি দোকানের সামনে পার্ক করে রেখে দেখার দ্বায়িত্ব দিয়ে যান দোকান মালিককে। তবে এব্যাপারে থানায় সে কোন রিপোর্ট না করে ঘটনা গোপন রাখে।

অন্যদিকে সুযোগ বুঝে বাড়ী ছেড়ে হাওয়া নারী নিয়ে ফুর্তিবাজ ব্রাক কর্মকর্তা।

বিষয়টি এখানেই শেষ হতে পারতো। কিন্তু টাকা মোবাইল ফোন মোটর সাইকেল হাতছাড়া হয়ে যাওয়ায় বিপত্তি ঘটান নারী নিয়ে যাওয়া ওই ব্রাক কর্মকর্তা। ঘটনাক্রমে তিনি আবার বোচাগঞ্জ থানায় কর্মরত ইনচার্জ হাসান জাহিদ সরকারের চাচাতো বোনের সস্পর্কিত ভগ্নিপতি। 

ভগ্নিপতির পরিনতির কাহিনী জেনে তিনি ফোন দেন খানসামার থানার ইনচার্জ নাজমুল কাদের হককে। জানান, রাতের ঘটনার ফিরিস্তি।  

যোগাযোগ করা হলে বোচাগঞ্জ থানায় কর্মরত ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ফোন কোলে ঘটনা জানিয়েছিল ব্রাক কর্মকর্তা শাকলাইন আহমেদ। ঘটনা শুনে প্রথমে ডাকাতি বলে মনে হচ্ছিল।  

অধিনস্ত স্টাফের কুকৃত্তির কাহিনী জেনে তলব করেন এসআই শাহিন সাহিবকে। একে একে বেরিয়ে আসতে থাকে রমাঞ্চকর ঘটনার ফিরিস্তি।

এদিকে ঘটনার দ্বায় এবং সম্পৃক্ততা ধামাচাপা দিতে আগেই অনুমোদন থাকা সিসির সুযোগ কাজে লাগাতে নিজের মেডিকেল চেকআপের জন্য বৃহস্পতিবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটেন এসআই শাহিন সাহিব। ওসির তলব তাগাদার কারনে বিকাল সাড়ে ৩টার দিকে খানসামা থানায় উপস্থিত হন তিনি। কিন্তু তার ফন্দির চেষ্টা ভেস্তে যায় ঘটনার বিস্তারিত আগেই প্রকাশ পাওয়ায়।

যোগাযোগ করা হলে খানসামা থানার ইনচার্জ নাজমুল কাদের হক জানান, জড়িত দুষ্টু এসআই শাহিন সাহিব এবং কনস্টেবল এস এম আল মোক্তাফি রাতের ঘটনার বিষয়ে থানায় কোন রিপোর্ট করেনি। তাছাড়া অন ডিউটিতে ছিলনা সে।

অন্যদিকে ওই নারীর সাথে পরে কি ঘটেছে? তার কারনসহ হদিস জানার চেষ্টা করছেন উর্ধতন পুলিশ কর্মকর্তারা। এব্যাপারে (বীরগঞ্জ -খানসামা সার্কেলের) অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারকে প্রধান করে ৭ একটি তদন্ত কমিটি গঠন করেছেন উর্ধতন পুলিশ কর্মকর্তা। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।

যোগাযোগ করা হলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার জানান, গতকাল কমিটি গঠন করা হয়েছে। তবে আজ শুক্রবার বিকাল পর্যন্ত আদেশের কপি হাতে পৌছেনি। তবে কাল শনিবারের মধ্যে হাতে আসলে তদন্তে নামবেন তিনি।

পাশাপাশি অভিযুক্ত এসআই শাহিন সাহিব এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

যোগাযোগ করা হলে পুলিশ সুপার এই প্রতিবেদককে তদন্ত কমিটির বিষয়ে হ্যাঁ বা না কিছুই বলেননি।  তবে তার অফিসে গিয়ে কথা বলতে বলেছেন।

অন্যদিকে নারী নিয়ে যাওয়া ব্রাক কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টরা কোন ব্যবস্হা নিয়েছেন কিনা তা জানা যায়নি।

 

মন্তব্য (০)





image

পবিপ্রবি শিক্ষক হেনস্থার ঘটনায় ড্রাইভার বরখাস্ত ও ইউনিক ...

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

তিস্তায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর তী...

image

উলিপুরে স্ত্রীর সাথে অভিমান, গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পরিবারের সঙ্গে অভি...

image

রংপুরে র‌্যাবের অভিযানে দেড় কোটি টাকার কষ্টি পাথরের মূর্ত...

রংপুর ব্যুরো : রংপুরে র‌্যাবের বিশেষ অভি...

image

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ‘চোর চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ‘চোর চক্...

  • company_logo