• সমগ্র বাংলা

নড়াইল পল্লী বিদ্যুতের ডিজিএমের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ রুহুল আমিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলায় অবস্থিত মাইজপাড়া বাজার বনিক সমিতির ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে মাইজপাড়া বনিক সমিতির আহবায়ক মোঃ নাদের হোসেন বলেন, আমরা ব্যবসায়ীরা একটি বৈদ্যুতিক খুঁটির কাছে অসহায় হয়ে পড়েছি। খুঁটিটি পোতার পর থেকেই হেলে কাত হয়ে পড়ে। আমরা সবাই সোজা করে দিতে বললেও ডিজিএম রুহুল আমিন কর্নপাত না করে তড়িঘড়ি করে চলে যায়। তিনি বলেন এ বিষয় নিয়ে আপনারা আমার অফিসে যোগাযোগ করেন। আমরা অফিসে গিয়ে যোগাযোগ করে সরকার নির্ধারিত ফি ১৭২৫ টাকা ২০২৪ সালের ২৪ আগষ্ট মাসে জমা দিয়েছি। কিন্তু আজ দেড় বছরের অধিক সময় পার হলেও কোন সমাধান আজও পায়নি। আমাদের মাইজপাড়ার সাবেক এমপি মাশরাফিকে দিয়ে ফোন করালে ডিজিএম বলেন, স্যারে আমি খুব দ্রুতই ঠিক করে দিচ্ছি। কিন্তু তারপরও আজ অবধি ঠিক করে নাই। মাশরাফির পিতাকে দিয়ে দুই বার কল করানো হলে ডিজিএম বলেন, দ্রুত ঠিক করে দিবো। কিন্তু আমরা এখনো কোন সমাধান পায়নি।এই ডিজিএম গণ্যমান্য মানুষদের দিয়ে অনুরোধ করালেও তাদের কথা তো রাখেনি বরং অবজ্ঞা ও অসৌজন্যমূলক আচারণ করেছেন। বাজারে এই খুটিতে ৩ বার আগুন ধরেছে বললে ডিজিএম দাম্ভিকতার সাথে বলেন মাইজপাড়ার মত ২০টা বাজার পুড়ে গেলেও আমার কিছু হবেনা।

গত ৩দিন আগে মাইজপাড়ার সন্তান উর্ধ্বোতন পুলিশ কর্মকর্তা মারুফ কে দিয়ে ডিজিএম এর নিকট কথা বলার অনুরোধ করলে তিনি মুঠোফোনে তাঁকে অনুরোধ করেন। ডিজিএম রুহুল আমিন বলেন, অফিসে কাউকে পাঠিয়ে দেন আমি বিষয়টি দেখছি। তারপর মারুফের চাচা বদর অফিসে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও লাঞ্চিত করে বের করে দেন। আমরা মাইজপাড়া বাজারের ব্যবসায়ীরা সরকারকে বছরে ১ কোটি ৭০ লক্ষ টাকা রাজস্ব দেই। কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়। আমরা দ্রুত এই অসৎ কর্মকর্তা রুহুল আমিনের আইনানুগ ব্যবস্থা করে বরখাস্ত করতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি অপসারন ও নিরাপদ স্থানে পোতার আহবান করছি।সম্প্রতি পল্লী বিদ্যুৎ অফিসের অবহেলার কারনে আমাদের বাজারের কলেজছাত্র বিদ্যুৎপৃষ্ঠ মারা যায়।

এসময় মাইজপাড়া ইউপি চেয়ারম্যান শফুরা বেগম বলেন, মাইজপাড়া বৃহৎ একটি বাজার। এই বাজারের সদস্যরা বৈদ্যুতিক খুটির বিষয়ে ডিজিএম এর কাছে গেলে তাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করেছে তা নিন্দনীয় ও দুঃখজনক। আমি নিজেও বাজারের লাইটিং এর জন্য এবং এই সমস্যার বিষয়ে কথা বলতে গেছিলাম। কিন্তু তিনি আমার সাথে অস্বাভাবিক আচরণ করেন। তিনি কোন আশা ভরসা দেননি। এবার আমরা সবাই একসাথে বাজারের সমস্যা সমাধানের জন্য আবার যাবো। 

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মাইজপাড়া বাজার বনিক সমিতির সদস্য ডাঃ ফখরুদ্দিন, সোহরাব হোসেন বিশ্বাস, গোবিন্দ কুমার কুন্ড, পরিমল কুমার কুন্ড, সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান ।

এ সময় বক্তারা আরো বলেন,  তাদের এই খুঁটি একটি মরন ফাঁদ। বড় বড় ব্যবসায়ীরা এখানে ব্যবসা করেন। এই খুটির জন্য আমরা পাটের গাড়ি লোড দিতে পারিনা। আমরা এটার দ্রুত সমস্যা সমাধান চাই। 

সংবাদ সম্মেলনে দেড় শতাধিক দোকান মালিকসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে শেষে বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের ডিজিএম রুহুল আমিনের সাথে মুঠোফোনে বলেন আনীত অভিযোগ সত্য নয় ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে নাসির-ঝুনু গ্র...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্ম...

image

কিশোরগঞ্জে যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধসহ নিহত ১, আহত ২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ...

image

উলিপুরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার, মোটরসাইক...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রে...

image

ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম...

image

ঈশ্বরগঞ্জে সুদের টাকার জন্য বৃদ্ধ পিতাকে লাঞ্চিত, থানায় অ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

  • company_logo