
ছবিঃ সিএনআই
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে এক সাধুর বাড়ি থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিন গত রাত ৩ টার দিকে উপজেলার কাওরাইদ বাজারের ওই সাধুর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় কথিত সাধু বিপ্লবকে (৫৫) গ্রেফতার করা হয়। এসময় তার আস্থানা থেকে উদ্ধার করা হয় সাড়ে চার কেজি গাঁজা ও দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
কথিত বিপ্লব সাধু(৫৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের প্রয়াত নারায়ণ পাগলার ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে ওই সাধুকে আদালতে সোপর্দ করা হয়। কথিত বিপ্লব সাধু কাওরাইদের আলোচিত নয়ন হত্যা মামলার আসামি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথ বাহিনী কথিত বিপ্লব সাধুর বাড়িতে অভিযান চালায়। সেখানে তার ঘরের সিলিংয়ের ওপর থেকে পলিথিনে পেচানো তিনটি বান্ডিলে রাখা সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনী তার ঘর তল্লাশি করে দেশীয় ধারালো অস্ত্র ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। সাধুর বেশের আড়ালে বিপ্লব সাধু দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্ম...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রে...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
মন্তব্য (০)