
ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে ডাকা অর্ধদিবস হরতাল যৌথ বাহিনীর হস্তক্ষেপে তিন ঘণ্টায় শেষ হয়েছে। এতে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছে শহরের মানুষের জনজীবন।
বুধবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত হরতাল পালন করেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। আগামী ২৩ আগস্ট সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এরআগে সকাল ৬টা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের নেতৃত্বে বিএনপির একাংশের নেতা-কর্মীরা অর্ধদিবস হরতালের সমর্থনে মিছিল ও সড়ক অবরোধ করেন। শহরের সকল বাজার এলাকার প্রধান সড়কে অবস্থান নিলেও অন্যান্য সড়কে যান চলাচল স্বাভাবিক ছিলো। পরে যৌথ বাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে সকল বাজার এলাকায় হরতালের সমর্থক ও পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এতে হরতালের সমর্থক ও পিকেটাররা সড়ক ছেড়ে দিয়ে চলে যায়। ফলে শহরের স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
এদিকে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৪টার দিকে পৌর শহরের স্টেশন রোড এলাকা নিজ বাড়ি থেকে বিএনপি নেতা শুভ পাঠান এবং শহরের চামড়াগুদাম এলাকার নিজ বাড়ি থেকে শেখ ফরিদ মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বিএনপি নেতা শুভ পাঠান জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ও শেখ ফরিদ মামুন শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শামীম আহাম্মেদের অনুসারী নেতা-কর্মীরা জানিয়েছেন, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির সম্মেলন বন্ধ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করার দাবিতে হরতাল পালন করেছেন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতা-কর্মীরা।
জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন,‘জামালপুরবাসী হরতাল প্রত্যাখান করেছেন। কিছু বহিষ্কৃত নেতার অনিয়মতান্ত্রিক ও অসাংগঠনিক দাবি নিয়ে হরতাল ডেকে ছিলো। এ হরতাল আমরা প্রত্যাখান করেছি।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, 'শহরের যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমাদের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্ম...
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আন্তঃজেলা চোর চক্রে...
জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
মন্তব্য (০)