• লাইফস্টাইল

এক গ্লাস হলুদ দুধের ম্যাজিক

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাতে হলুদ দুধ পান করা অন্ত্রের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য উপকার বয়ে আনতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।

গোল্ডেন মিল্ক নামে পরিচিত এই পানীয় স্বাস্থ্যকর হজম প্রক্রিয়া বজায় রাখার জন্য সন্ধ্যার সেরা পানীয় হিসেবে ধরা হয়।

অন্ত্রের প্রদাহ কমায়

হলুদ দুধ অন্ত্রের প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রভাব আসে কারকিউমিন নামের এক যৌগ থেকে, যা হলুদের মধ্যে থাকে এবং প্রদাহ-নাশক গুণের জন্য পরিচিত। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত পান করলে এটি প্রদাহজনিত অন্ত্র রোগের মতো অটোইমিউন সমস্যার বিরুদ্ধে সুরক্ষা দিতে পারে।

মলত্যাগ প্রক্রিয়ায় সহায়তা করে

এই পানীয় মলত্যাগের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে, বিশেষ করে যখন এতে আদা মেশানো হয়। আদায় জিঞ্জেরল ও শোগাওল নামক সক্রিয় উপাদান থাকে, যা হজম এনজাইমের উৎপাদন বাড়ায় এবং পেটের খিঁচ ধরা সমস্যা কমায়।

কোষ্ঠকাঠিন্য উপশম ও প্রতিরোধ করে

হলুদ দুধ কোষ্ঠকাঠিন্য উপশম করতে এবং তা প্রতিরোধে সাহায্য করতে পারে, বিশেষ করে যারা আইবিএসে ভোগেন। কারকিউমিনকে হালকা প্রাকৃতিক জোলাপ হিসেবে ধরা হয়, যা মলত্যাগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

 

মন্তব্য (০)





image

কফি নাকি চা: ডায়াবেটিস রোগীদের জন্য কোনটি ভালো?

নিউজ ডেস্ক : কফি কিংবা চা- দুই পানীয়ই প্রতিদিনের জীবনের অংশ। তবে ডায়াবেট...

image

চোখের চাপ কমাবেন কীভাবে

নিউজ ডেস্ক :  রীরের অন্যান্য অঙ্গের মতো চোখেরও যত্ন প্রয়োজন। অথচ ঘু...

image

অতিরিক্ত কার্টুন দেখা শিশুদের যেসব সমস্যা হতে পারে

নিউজ ডেস্ক : তথ্য প্রযুক্তির এই যুগে শিশুরা বেশ এগিয়ে। মোবাই...

image

মিষ্টি না খেয়েও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, নেপথ্যে কোন কারণ?

নিউজ ডেস্ক : মিষ্টিজাতীয় খাবার খেলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। আবা...

image

সবজি ও ফলের আচার যেভাবে সংরক্ষণ করবেন

নিউজ ডেস্ক : শরতে বিভিন্ন ধরনের সবজি এবং ফলের আচার করা হয়। বিশেষ করে আমড়...

  • company_logo