• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ ফার্মেসীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশ টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে আরাফাত মেডিকেল হল, হিয়া মেডিকেল হল ও আবির মেডিকেল হল সহ মোট তিন ফার্মেসি মালিককে 'ওষুধ ও কসমেটিক আইন ২০২৩' অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান সংশ্লিষ্টরা জানান, ফার্মেসি গুলোতে বাণিজ্যিক প্যাকেটের আড়ালে স্যাম্পল ওষুধ বিক্রি করা হচ্ছিল। এছাড়াও, বিভিন্ন রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের ফলে শারীরিক জটিলতা, অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল জানান, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি একটি গুরুতর অপরাধ, যা জনস্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। এ ধরনের ওষুধ সেবন করলে মানুষের শারীরিক ক্ষতি হতে পারে, এমনকি জীবনহানিও ঘটতে পারে। অসাধু ব্যবসায়ীরা সামান্য লাভের জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা আশা করি, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা দরকার। এতে করে অন্যরাও এ ধরনের অপরাধ থেকে বিরত থাকবে। সাধারণ মানুষের উচিত, ওষুধ কেনার সময় ওষুধের মেয়াদ দেখে নেওয়া এবং কোন ধরনের সন্দেহ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আসামির দশ বছরের কা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দিয়ে দুই...

image

অন্ধ খোকা খুকির হাত ধরেই জীবনের শেষপ্রান্তে, ভিক্ষা করে চ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ গভীর ভালোবাস...

image

লালমনিরহাটে বন্যা, পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত

লালমনিরহাট প্রতিনিধি:: উজানের ঢল আর ভারী বৃষ্টিি পাতে তিস্তা...

image

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে ...

লালমনিরহাট প্রতিনিধি:: আজ বুধবার ভোররাতে লালমনিরহাটের পাটগ্র...

image

উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকারের কাজে ব্...

  • company_logo