
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ আওয়ামী দোসরদের নিয়ে লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলা কমিটি ঘোষণার প্রতিবাদে লালমনিরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ প্রধান এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন, লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি আহ্বায়ক কমিটি রয়েছে কিন্তু সম্প্রতি আওয়ামী দোসর ও স্বৈরাচারের সহযোগী মুক্তিযোদ্ধাগন সে কমিটিকে পাশ কাটিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি মনগড়া ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে বিভিন্ন দপ্তরে প্রেরণ করে।যা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সহ সাধারণ মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করা হয়েছে। মনগড়া এ কমিটিতে ৯জন ফ্যাসিস্ট আওয়ামীলীগের ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির ১জন রয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিল করার দাবি জানান জেলার মুক্তিযোদ্ধারা। এ সময় আরো বক্তব্য রাখেন,লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে গোয়েন্দা পুলিশের...
ময়মনসিংহ প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ...
নীলফামারী প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নী...
নজরুল ইসলাম রাজু, রংপুর ব...
খুলনা প্রতিনিধিঃ জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ...
মন্তব্য (০)