• সমগ্র বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহে জামায়াতের গণমিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ব্যানার-প্ল্যাকার্ড হাতে শহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

গণমিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, অফিস বিভাগের সেক্রেটারি খন্দকার আবু হানিফ, প্রকাশনা বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, সমাজসেবা বিভাগের সেক্রেটারি ডা. আব্দুল আজিজ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি ওয়ালী মুজাহিদ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাইলফলক। আজকের দিনে আমাদের শপথ, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে আমরা আপসহীন থাকব।”

তারা আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আজকের সময়ের দাবি।”

পুলিশ সূত্রে জানা যায়, গণমিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মন্তব্য (০)





  • company_logo