• সমগ্র বাংলা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস:রংপুরে স্মরণ, শ্রদ্ধা আর অশ্রুসিক্ত প্রত্যয়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নজরুল ইসলাম রাজু, রংপুর ব্যুরোঃ ‎রংপুরে গভীর শ্রদ্ধা ও বেদনাভরে পালিত হলো জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠান মালার ৩৬ জুলাই। বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী কর্মসূচিতে ছিল শ্রদ্ধাঞ্জলি, স্মৃতিচারণ, প্রার্থনা এবং আহত ও শহীদ পরিবারের প্রতি সম্মান জ্ঞাপন।

‎এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও পেশাজীবী সংগঠন, এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বৈষম্যবিরোধী ছাত্র জনতা ব্যানারের অংশগ্রহণ ছিল সবচেয়ে প্রাণবন্ত।

‎মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর টাউন হলের বিপরীতে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শহীদ আবু সাঈদের পরিবার, আহত আন্দোলনকারীরা এবং সম্মুখ সারির যোদ্ধারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।

‎২০২৪ সালের জুলাইয়ে দেশের উত্তরাঞ্চলে বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে রংপুরে সংঘটিত হয় অভ্যুত্থানমুখর আন্দোলন। পুলিশের গুলিতে নিহত হন ছাত্রনেতা আবু সাঈদসহ  ৬ জন, আহত হন অনেকেই। সেই ঘটনার স্মরণেই এই ৩৬ জুলাই পালন করছে রংপুরবাসী।

‎জুলাই যোদ্ধা, রংপুর জেলা কমিটি আহ্বায়ক,মোশেদ আলম,জানান এই শহীদরা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন সমাজের। সেই স্বপ্ন বাস্তবায়ন এখনও অনেক দূরে।"

‎জুলাই যোদ্ধা, রংপুর জেলা কমিটি সদস্য সচিব,  সিয়াম আহসান আয়ান জানান,আমরা আশা করেছিলাম এক বছরে অন্তত শুরু হবে সুবিচার, পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ। কিন্তু হয়নি কিছুই। আমরা আহতদের চিকিৎসার সুনির্দিষ্ট পদক্ষেপ চাই।"অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সুবিচার, পুনর্বাসন, এবং শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য সরকারের কাছে কার্যকর উদ্যোগের দাবি জানান।

‎রংপুর বিভাগীয় কমিশনার  শহিদুল ইসলাম জানান, রংপুর ৩৬ জুলাইয়ের এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও স্মরণ করা হলো বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের ত্যাগ ও রক্তঝরা ইতিহাস। ঘটনা আজ একবছর পেরিয়ে গেল।

‎রংপুর রেঞ্জ এর  ডিআইজি, আমিনুল ইসলাম, জানান আজকের এই দিনে হাসিনা পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। এই শহীদদের রক্তেই এসেছে পরিবর্তনের সূচনা।

‎পরে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা ও দোয়া মাহফিল।এতে অংশ নেন শহীদদের পরিবার, আহত ও সক্রিয় আন্দোলনকারীরা। অনেকেই সেই ভয়াবহ দিনের স্মৃতি ও পরবর্তী একবছরের অভিজ্ঞতা তুলে ধরেন।

‎এসময় জুলাই পূণর্জাগরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার  শহিদুল ইসলাম ,রংপুর রেঞ্জ এর  ডিআইজি, আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো:মজিদ আলী,রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল,জেলা পুলিশ সুপারসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষাথী ও শহীদদের পরিবারসহ আহত যোদ্ধারা।

মন্তব্য (০)





image

মা‌নিকগ‌ঞ্জে বিএন‌পির বিশাল বিজয় মিছিল ও আলোচনা সভা

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় জুলাই গণঅভ...

image

জামালপুরে দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার, ৭ মাদক ব্যবসায়...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে গোয়েন্দা পুলিশের...

image

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহে জামায়াতের গণম...

ময়মনসিংহ প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ...

image

রুবেলের সমাধিতে শ্রদ্ধা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের

নীলফামারী প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নী...

image

খুলনায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

খুলনা প্রতিনিধিঃ  জুলাই-শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ...

  • company_logo