
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, "এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেওয়া।" মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনে নিহত ১০ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
"আমরা বিএনপি পরিবার" এর পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে রিজভী বলেন, "তারেক রহমানের নির্দেশে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতা নিয়ে পৌঁছাচ্ছি। আওয়ামী দুঃশাসনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা প্রাণ হারিয়েছেন, তাদের সহায়তায় আমরা সক্রিয়।"
রিজভী ইসলামের নামে রাজনীতি করার প্রবণতার সমালোচনা করে বলেন, "কিছু ইসলামী দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করছে। ইসলামের জন্য কারও সত্যিকারের অনুভূতি থাকলে তা বিএনপির আছে। কিন্তু ইসলামের নামে সুযোগসন্ধানী কার্যকলাপ মানুষ চিনে ফেলেছে।" তিনি বিএনপি নেতাকর্মীদের কোনো উস্কানিতে সাড়া না দেওয়ারও নির্দেশ দেন।
বিএনপির এই নেতা তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সতর্ক করে বলেন, "তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তাকে নিয়ে অশালীন মন্তব্য করলে এর পরিণতি ভোগ করতে হবে। জুলাই-আগস্টের আন্দোলন তারই নেতৃত্বে বেগবান হয়েছে।"
রিজভী বলেন, "ড. ইউনুসের সরকারকে আমরা সংকটের মধ্যেও সমর্থন করেছি, কারণ তিনি অসৎ নন। শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেল বা ফ্লাইওভারের নামে বিদেশে টাকা পাচার করছেন না। কিন্তু এখন দ্রব্যমূল্য আকাশছোঁয়া কাঁচা মরিচ কেজি ৩০০-৪০০ টাকা, খাদ্যপণ্যের দাম প্রতি সপ্তাহে বাড়ছে। তবুও আমরা সরকারকে সমর্থন দিচ্ছি।"
"আমরা বিএনপি পরিবার"-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
জামালপুর প্রতিনিধি : পিতার সময় থেকে বিরোধ। সেই বিরোধ থেকে মামলা। দুই পক্ষের স...
পাবনা প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে অসচ্ছল সংস্কৃতিসেবীদের...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। দিবস উ...
মন্তব্য (০)