• সমগ্র বাংলা

শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে : শিমুল বিশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের সমন্বয়ক এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, গত বছরের আজকের এইদিনে (১৬ জুলাই) উত্তরবঙ্গের গর্বিত সন্তান শহীদ আবু সাঈদের জীবনদানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদীদের মসনদে প্রথম পেরেক মেরেছিল। পুরো দেশের মানুষ ফুলেফেঁপে উঠেছিল। দেশের পরিস্থিতি মুহুর্তেই পাল্টে যায়।

বুধবার (১৬ জুলাই) বিকেলে পাবনার ফরিদপুরের মুক্তমঞ্চে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ দূর হয়েছে। এই দেশের মানুষ আর ভারতের তাঁবেদার করতে চায় না। দেশ এখন মুক্ত স্বাদ গ্রহণ করছে। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরা রক্ত দিয়ে দেশকে উন্নয়নের শিখড়ে পৌঁছে দিয়েছেন। 

তিনি আরও বলেন, দেশ গঠনের জন্য শহীদ জিয়া জীবন উৎসর্গ করে গেছেন, তারই স্ত্রী আপোষহীন নেত্রী খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রবাসে রয়েছেন, তিনি দুখী মানুষের মুখে হাসি ফুটাবেন বলে দেশের আপামর জনগণ অপেক্ষা করছেন। আগামী দিনে বিএনপির নেতৃত্বে সোনালী অধ্যায় রচিত হবে। 

কালোমেঘ নিরসন করে আমাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে দলমত সবাইকে আহবান জানাচ্ছি। যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করতে চেয়েছিলেন, তাদের ঐক্যের প্রতিক হিসেবে এক কাতারে আসার আহবান জানাচ্ছি। আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ । 

হাসান জাফির তুহিন বলেছেন, আমার প্রতি অল্প দিনে যে ভালোবাসা, সমর্থন দেখিয়েছেন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি। আমি চিরদিন আপনাদের স্বরণ রাখবো। আমি ইতোমধ্যে চাটমোহরে বাড়ি নিয়েছি। আপনাদের সঙ্গে যাতে আমি বেশি সময় দিতে পারি সেই জন্য আরও দুটি বাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সবাই আমার আপন ভাই হবেন। আমিও আপনাদের আপন ভাই হবো। এদিকে আমার কোন আপন ভাইবোন নাই, আপনারাই আপন ভাইবোন। যতদিন বেঁচে থাকব ততদিন আপনাদের পাশে থাকব। অনেকে বিএনপি করার জন্য চাকুরী পায়নি, ব্যবসা করতে পারেনি। অনেক নির্যাতনের শিকার হয়েছেন। যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বঞ্চিতদের পাশে দাঁড়াবো। চাকুরীর ব্যবস্থা করব।

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ খান, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুল দাঈয়ান মঞ্জু,  কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম, পাবনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা.আহমেদ মোস্তফা নোমান,  যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সহ পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

মন্তব্য (০)





image

জামালপুরে ৩০ বছরের বিরোধ মীমাংসা করলো পুলিশ

জামালপুর প্রতিনিধি : পিতার সময় থেকে বিরোধ। সেই বিরোধ থেকে মামলা। দুই পক্ষের স...

image

আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে: আবু হানিফ

কিশোরগঞ্জ প্রতিনিধি: গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্...

image

মানিকগঞ্জে ২১ অসচ্ছল সংস্কৃতিসেবী পেল কল্যাণ ভাতার চেক

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ   মানিকগঞ্জে অসচ্ছল সংস্কৃতিসেবীদের...

image

যথাযথ মর্যাদায় নওগাঁয় জুলাই শহিদ দিবস পালন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। দিবস উ...

image

ফেনীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা

ফেনী প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্...

  • company_logo