• সমগ্র বাংলা

লালমনিরহাটে জুলাই শহীদ দিবস স্মরণে আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ১৬ জুলাই " জুলাই শহীদ দিবস " স্মরণে লালমনিরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্বজনরা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।এ সময় উপস্থিত সকলে অশ্রুসিক্ত হয়ে পড়েন। জুলাই আন্দোলনের শহীদদের বক্তব্যে কান্নায় ভারী হয়ে ওঠে সভাস্থল।
এ সময় শহীদ রাজিবের মা জান্নাতুল ফেরদৌস , শহীদদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনার নামকরণের দাবি জানান। তাছাড়াও সরকারের সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।সবার বক্তব্য শেষে জেলা প্রশাসক বলেন,বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের শহীদদের প্রতি যথেষ্ট আন্তরিক।শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা ছাড়াও নানা রকম সহায়তা করছে। জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে।

এ সভায় জুলাই যোদ্ধাদের স্বজনদের বিভিন্ন দাবি পূরণ ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ

মন্তব্য (০)





  • company_logo