• সমগ্র বাংলা

বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরান শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার পৌঁছে দিয়েছে যুবদল। 

শনিবার সকালে শহরের ফুলবাড়ী এলাকায় অবস্থিত ইমরানের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দরা ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে এই উপহার তুলে দেন।

এসময় কেন্দ্রীয় যুবদল নেতা কামরুজ্জামান জুয়েল বলেন, ২০১৩ সালের ডিসেম্বরে বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়েছিলো যুবদল কর্মী ইমরান শেখ। হামলায় ইমরানের বড় ভাই হিলু শেখকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। সন্ত্রাসীদের সুপরিকল্পিত এই হামলায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ঘোর অমানিশার অন্ধকারে পরে গিয়েছিলো ইমরানের পরিবার। কিন্তু যুবদলের এই কর্মীকে ভোলেননি তারেক রহমান। ইমরান মারা যাওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকল প্রতিকূলতার মাঝেও বিভিন্ন সময় তার পরিবারকে সহযোগিতা অব্যাহত রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই শনিবার আবারো ইমরানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তারা তারেক রহমানের উপহারস্বরুপ তাদের হাতে আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন।

আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী পেয়ে কান্না জড়িত কন্ঠে নিহত ইমরানের বৃদ্ধ মা বলেন, "তারেক রহমান এবং যুবদল যদি তাদের পাশে না দাঁড়াতেন তবে দাদী-নাতনী না খেয়ে মারা যেতেন তারা । তিনি বলেন, তার নাতনী এখন অনার্সে পড়াশোনা করছেন যা এই ধারাবাহিক সহযোগিতার ফল। তিনি সৃষ্টিকর্তার কাছে তারেক রহমানের জন্যে দোয়া কামনা করে দেশে ফিরলে তাকে একটি বার দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

মানবিক এই উদ্যোগ প্রসঙ্গে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই তার কোন ত্যাগী ও দলের জন্য নিবেদিত কর্মীকে ভোলেননা। যুবদল কর্মী ইমরান মারা যাওয়ার পর তার মেয়ের পুরো শিক্ষার দায়িত্ব নেয়ার পাশাপাশি ২০১৩ সাল থেকে তিনি তার মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছেন। সেই মানবিক নেতা তারেক রহমানের নির্দেশেই বগুড়া জেলা যুবদলের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর তারা চেষ্টা করে যাচ্ছেন দলের দুঃসময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত ও আহত যুবদল কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর। সেই ধারাবাহিকতাতেই তারা শুধুমাত্র বাহক হিসেবে শনিবার ইমরানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তাদের হাতে তারেক রহমানের উপহার স্বরূপ কিছু ভালবাসা পৌঁছে দিয়েছেন। তারা বলেন তারেক রহমানের আস্থা ও ভরসা বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক নানা উদ্যোগের মধ্য দিয়ে বগুড়া যুবদল পরিবারকে সারা দেশের মাঝে মডেল সংগঠন হিসেবে গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন তারা। আগামীর প্রতিটি দিনের জন্য তারা সকলে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

 

মন্তব্য (০)





image

ফরিদপুরে শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী...

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ...

image

নওগাঁয় পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ...

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফ...

image

শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের...

মাগুরা প্রতিনিধি:  মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তরপাড়া সরকারি প্রাথ...

image

চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবা...

 পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নি...

image

গোপালপুরে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যয়সায়ীদের স্মারকলিপি প্রদান

গোপালপুর প্রতিনিধি: চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানো...

  • company_logo