• সমগ্র বাংলা

জাগো বাহে তিস্তা বাঁচাই শীর্ষক গণপদযাত্রার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে রোববার গণপদযাত্রা কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। রংপুর নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে রংপুর জিলা স্কুল মাঠ পর্যন্ত এই গণপদযাত্রায় রংপুর বিভাগের লালমনিরহাট , কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও রংপুর জেলার নদীপাড়ের প্রায় ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করবেন। পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (৩ মে) দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিস্তানদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

সংবাদ সম্মেলনে দুলু বলেন, ভারত তিস্তার পানি একতরফা প্রত্যাহার করে এ দেশের উত্তরাঞ্চল কে মরুকরনের দিকে ঠেলে দিয়েছে । বিগত সরকারের সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। ফলে প্রতি বছর তিস্তার আগ্রাসনে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারা হচ্ছে । তাই তিস্তা রক্ষায় এ অঞ্চলের মানুষ জেগে উঠেছে। নিজস্ব অর্থায়নে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,তিস্তা এ অঞ্চলের মানুষের জীবন রেখা। তিস্তায় পানি না থাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন লং মার্চ, মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিগত সরকারের আমলে কোনও ফল পাওয়া যায়নি।

 তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তাপারের লোকজন ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শ্লোগানে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।, ‘দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচির সময় ঘোষণা করা হয়েছিল, যতদিন তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়িত না হবে, ততদিন আন্দোলন চলবে।’

সেই ঘোষণার আলোকে রোববার গণপদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়েছে।

গণপদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজুনব্বী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা সহ নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

ফরিদপুরে শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: ১৯ আ.লীগ নেতাকর্মী...

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ...

image

নওগাঁয় পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ...

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফ...

image

শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের...

মাগুরা প্রতিনিধি:  মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তরপাড়া সরকারি প্রাথ...

image

চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবা...

 পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নি...

image

গোপালপুরে চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যয়সায়ীদের স্মারকলিপি প্রদান

গোপালপুর প্রতিনিধি: চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে দা দিয়ে কোপানো...

  • company_logo