• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক চাপায় প্রাণ গেল দাদি-নাতির

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ইজিবাইকের চাপায় দাদি নাতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের নাতি মহশিন।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মহম্মদপুর-বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি ইজিবাইক রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম ও জুনু বেগমকে (৫০) চাপা দেয়। এ সময় ইজিবাইকটি উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী মারাত্মক আহত হন। তাদেরকে প্রথমে বোয়ালমারী পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং চাপা পড়া আর এক মহিলা জুনু বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পারভিন বেগমকে ও নাতি মহশিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে গেলে পারভিন বেগম ও শিশুটি মারা যান।

স্থানীয় গ্রাম পুলিশ(চৌকিদার) রেজাউল করিম জানান, পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিল। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় এবং উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফরিদপুরের বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, ইজিবাইক চাপায় দাদি নাতি নিহত হয়েছেন বলে শুনেছি। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।  অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

মন্তব্য (০)





image

উলিপুরে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল খালেকের ঈদ শুভেচ্ছা ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ...

image

বগুড়া সান্তাহারে এসএমআই একাডেমীর হীরক জয়ন্তী উদযাপন

বগুড়া প্রতিনিধি: ‘গগনে উঠেছে আজি নতুন রবি। এসো বন্ধু, অনাবিল আনন্দ...

image

কিশোরগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এ...

image

দিনাজপুরে দুই গৃহবধুর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ এবং বীরগঞ্জে আজ বুধবার কয়েক ঘন্টার ব্...

image

মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় আসবাব ও কাঠ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রা...

  • company_logo