• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের ৩০ বিলিয়ন সহায়তা আটকে দিল হাঙ্গেরি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনকে ৩০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে ইউরোপীয় জোটটির অন্যতম সদস্য হাঙ্গেরির ভেটোতে এটি আটকে গেছে। 

শুক্রবার (৭ মার্চ) রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী অংশ ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে ইউক্রেনকে সহায়তা প্রদানের ব্যাপারটি প্রস্তাব আকারে তোলা হয়।  সেসময়েই তাতে ভেটো বা আপত্তি জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান। 

আপত্তির পক্ষে যুক্তি দিয়ে অরবান বলেন, ‘বলা হচ্ছে, ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে— সেজন্যই প্রদান করা হচ্ছে এই সহায়তা। এখানেই আমাদের আপত্তি, কারণ হাঙ্গেরি কখনও যুদ্ধ-সংঘাতকে সমর্থন বা প্রশ্রয় দেয় না। হাঙ্গেরির মূল নীতি হলো শান্তি, সংলাপ ও কূটনৈতিক তৎপরতা। '

 

এ বিষয়ে বৃহস্পতিবার কোসুথ রেডিওকে এক সাক্ষাৎকারে ভিক্টর অরবান সতর্ক করে বলেন, ‘ইউক্রেনকে সাহায্য করার মতো আর্থিক সক্ষমতা ইইউর নেই। ’

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘কিয়েভের জন্য আরেকটি সহায়তা প্যাকেজ, ইইউ সদস্যপদ বিডের অর্থায়ন এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিসহ সব পরিকল্পিত উদ্যোগ নিয়ে এগিয়ে গেলে ব্লকের বাজেট খুব কমে পড়বে। ’

প্রসঙ্গত, ইউরোপ মহাদেশের ২৮টি দেশ ইইউ’র সদস্য। ১৯৪৯ সালে গঠিত ইইউ’র সংবিধান অনুযায়ী, কোনও সদস্যরাষ্ট্র যদি জোটের কোনও সিদ্ধান্তে আপত্তি জানায়, তাহলে তা বাস্তবায়ন বা কার্যকর হয় না

তবে এবার সফল না ও হতে পারেন আরবান।  কারণ ব্রাসেলসের বৈঠক শেষে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্টা সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরির দৃষ্টিভঙ্গি ভিন্ন এবং এই ভিন্নতার কারণে হাঙ্গেরি বিচ্ছিন্ন হচ্ছে। এই ইস্যুতে বর্তমানে জোটের ২৭টি রাষ্ট্র একদিকে এবং হাঙ্গেরি আরেক দিকে। ’

মন্তব্য (০)





image

দক্ষিণ মেক্সিকোয় যাত্রীবাহী বাস উল্টে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্ট...

image

কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন মার্ক কার্নি

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক ব্যাংকার মার্ক কার্নি কানাডার ক্ষমতাসীন লিবারেল...

image

ভারত মহাসাগরে নৌ মহড়া শুরু করছে ইরান-চীন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনী উত্তর ভারত মহাসাগরে এক য...

image

একদিনে ওমরাহ পালনের সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্কঃ একদিনে ওমরাহ যাত্রীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড করেছে সৌদ...

image

প্রকাশ্যে নিজেকে ‘ইহুদিবাদী’ ঘোষণা করেছেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে নিজেকে...

  • company_logo