• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার গুলি চালিয়ে ভারতীয় ড্রোন ভূপাতিত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আজাদ কাশ্মীর ও পাঞ্জাবসহ পাকিস্তানের কয়েকটি জায়গায় সশস্ত্র হামলা চালানোর একদিন পর পাকিস্তানে ফের হামলা চালিয়েছে ভারত। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারতীয়রা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালাতে হামলা চালিয়েছে।

সেখানে বিস্ফোরণের পর ভারতীয় ড্রোন ভূপাতিত হয়। সকালে মাঝআকাশে দুটি বিকট শব্দের বিস্ফোরণের পর গুজরানওয়ালা ক্যান্টনমেন্ট এলাকায় মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠে এবং পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করায় একটি ভারতীয় ড্রোন সফলভাবে ভূপাতিত করে।

সামরিক সূত্র জানিয়েছে, ড্রোনটি অনেক উঁচুতে উড়ছিল এবং পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। গুজরানওয়ালা ক্যান্টনমেন্টে মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ড্রোনটিকে লক্ষ করে গুলি চালিয়ে তা ভূপাতিত করে।

সূত্র আরও জানায়, ড্রোনটি যখন শহরের আকাশসীমায় প্রবেশ করে, তখন ক্যান্টনমেন্ট এলাকার প্রতিরক্ষা ব্যবস্থাপনা সঙ্গে সঙ্গে সক্রিয় হয় এবং কমপক্ষে দুটি গুলির মাধ্যমে এটিকে ভূপাতিত করে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পরে গুজরাট জেলার ডিঙ্গা গ্রামের কাছে পড়ে। 

পুলিশ সূত্র নিশ্চিত করেছে, ধ্বংসাবশেষের খবরে নিরাপত্তা বাহিনী, পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে পৌঁছে পীর ঝাণ্ডা গ্রামের মাঠ থেকে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করে। পরবর্তীতে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে যাতে ড্রোনটির মডেল ও উৎস নির্ধারণ করা যায়।

সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো প্রাণহানি বা বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ড্রোনটির প্রকৃতি ও আকাশসীমা লঙ্ঘনের উদ্দেশ্য নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

মন্তব্য (০)





image

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ  পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠ...

image

ইসরায়েলের হামলায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ক্ষতির পরিমাণ জান...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ...

image

ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বড় ধরন...

image

এবার গাজার যোদ্ধাদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার আহ্...

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি ...

image

গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তির সম্ভাবন...

  • company_logo