• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ট্রাম্পের সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসের ওভাল অফিসে বাগবিতণ্ডার কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সুর নরম করলেন। প্রেসিডেন্ট জানালেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত।

কিয়েভে মার্কিন সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান। ওই পোস্টে তিনি হোয়াইট হাউসের বৈঠকের বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প অভিযোগ করেছিলেন, জেলেনস্কি আলোচনার টেবিলে বসতে প্রস্তুত নন। আর এখন প্রেসিডেন্ট জেলেনস্কি তার পোস্টে বলেন, এখন সবকিছু ঠিকঠাক করার সময় এসেছে।

যুদ্ধ শেষ করার জন্য প্রথম ধাপগুলো কী হবে, তা-ও বিস্তারিতভাবে বর্ণনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি লেখেন, তার দেশ যুদ্ধের ইতি টানতে দ্রুত কাজ করতে প্রস্তুত। প্রথম ধাপ হতে পারে বন্দিদের মুক্তি দেওয়া। এর সঙ্গে আকাশে অস্ত্রবিরতি— ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন; বিদ্যুৎ ও জ্বালানি এবং অন্যান্য নাগরিক অবকাঠামোয় বোমা হামলা নিষিদ্ধ করা। পাশাপাশি সাগরে অস্ত্রবিরতি। তবে রাশিয়াকেও এসব মানতে হবে বলে শর্ত দেন জেলেনস্কি।

‘তারপর আমরা পরবর্তী সব ধাপে দ্রুত এগোতে চাই এবং একটি শক্তিশালী চূড়ান্ত চুক্তি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চাই। ’

জেলেনস্কি তার পোস্টে লেখেন, শুক্রবারের বৈঠকটি ‘যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। এমনভাবে হওয়া দুঃখজনক। ’ তিনি আরও লেখেন, ‘এখন সময় এসেছে পরিস্থিতি ঠিক করার। আমরা চাই ভবিষ্যতে আমাদের সহযোগিতা ও যোগাযোগ গঠনমূলক হোক। ’

ইউক্রেন এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজবিষয়ক চুক্তি সই করার জন্য প্রস্তুত, বলেও জানান তিনি।

মঙ্গলবার ইউক্রেন জানতে পারে, গত সপ্তাহে কূটনৈতিক ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সহায়তা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে।

যুক্তরাষ্ট্র যে পরিমাণ সাহায্য এ পর্যন্ত ইউক্রেনকে দিয়েছে, তার জন্য সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

তিনি লেখেন, ‘আমেরিকা ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করতে অনেক সাহায্য করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। ’

এর আগে শুক্রবার ওভাল অফিসের বৈঠকে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছিলেন, ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার জন্য জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করেননি।

মন্তব্য (০)





image

গাজায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত, এখনো বন্ধ ত্রাণ সরবরাহ

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বুধবার ভোর থেকে অন্তত ...

image

গাজা উপত্যকায় সব সময় ইসরাইলি সেনা উপস্থিত থাকবে

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব সময় ইসরাইলি সেনা...

image

আফগানিস্তানে ৬. ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘা...

image

পাকিস্তানে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে ই...

image

গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় আরও ...

  • company_logo