• সমগ্র বাংলা

অটোর ধাক্কায় শিক্ষাথী নিহত,সড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুরে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।এ ঘটনায় আহত অবস্থায় ওই শিক্ষাথিীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।গত কাল মঙ্গলবার দুপুরে এ দুঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি)পুলিশ জানান সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষাথীর মারা গেছেন। নিহত জান্নাত নগরীর মাহিগঞ্জ আমতলা বিদ্যাপীঠ ও কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। ওই শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তীতে মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্র্যাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত গতকাল মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফেরার পথে মাহিগঞ্জ-পাওটানা সড়কে অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়।এর পরপরই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ছুটে এসে জান্নাতকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।শিক্ষার্থী মারা যা্ওয়ার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে গতিরোধক, ট্র্যাফিক সাইন স্থাপনসহ ঘাতক অটোচালকের শাস্তির দাবিতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।এসময় আন্দোলনের কারণে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আমতলা বিদ্যাপীঠ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, জান্নাত এই প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অবিলম্বে ঘাতক অটোচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ কর্মশালা অ...

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক...

image

ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইনে কালীগঞ্জে অবহিতকরণ সভা

গাজীপুর প্রতিনিধিঃ ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন উপল...

image

পঞ্চগড়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইস...

image

ঠাকুরগাঁও এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে কর্মীদের অব...

ঠাকুরগাঁও প্রতিনিধি:দাবী মোদের একটাই ইসি'র অধীনে NID চাই জাতীয় পরিচয়পত্র ...

image

বগুড়ায় বিএনপি নেতার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল...

  • company_logo