• সমগ্র বাংলা

পাবনায় দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

পাবনা প্রতিনিধিঃ  দোকান বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়ায় নাফিজ কামাল (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে। রুস্তমপুর বাজারে তাঁর ভুসি মালের দোকান রয়েছে। অভিযুক্ত দোকান মালিক হলেন আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়া মহল্লার আমানত আলীর ছেলে জাহিদুল ইসলাম। তিনি আটঘরিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী। 

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকানে বাকিতে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল। এভাবে নাফিজ কামালের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় জাহিদুল ইসলামের দোকানে। এ নিয়ে নাফিজ কামালের কাছে বেশ কয়েকবার দোকান বাকির টাকা চেয়েছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু তিনি টাকা দেননি।

সোমবার সকালে জাহিদুল ইসলাম বেশকিছু লোক নিয়ে রুস্তমপুর বাজারে নাফিজ কামালের দোকানে গিয়ে বকেয়া টাকা চান। টাকা না পেয়ে একপর্যায়ে নাফিজ কামালকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান জাহিদুল ও তাঁর লোকজন।

সোমবার রাতে জাহিদুলের দোকানের সামনে যান নাফিজ কামাল। এ সময় বাকি টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বেরিয়ে জাহিদুল ইসলাম আশপাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা তাঁর লোকজন নিয়ে নাফিজ কামালকে বেধড়ক মারপিট শুরু করে। মারধরের মাঝে নাফিজ কামালকে উপর্যুপুরি ছুরিকাঘাত করা হয়।

তাঁর চিৎকারের স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

মন্তব্য (০)





image

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল দিনাজপুরের পাব...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পাবর্তীপুর - ফুলবাড়ী ( ৫ আসনে) ঘোষিত প্রার্থী প...

image

দিনাজপুরে ট্রাক চাপায় ২ নারী মৃত্যু, আহত আরো ৭

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের চুনিযাপাড়া এলাকায় গরুবাহী ট্রাকের ধাক্কায়...

image

জামায়াত কর্মী পরিচয়ে ভাতার কার্ড দেয়ার নামে প্রতারণা, হাত...

বগুড়া প্রতিনিধি : জামায়াত কর্মী পরিচয়ে বগুড়ায় ক্ষুদ্র নৃ-গোষ...

image

শ্রীপুরে বিএনপির নেতার নেতৃত্বে বিধবা নারীর জমি জবরদখল

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপ...

image

নড়াইলে চিত্রা নদী বাচানোর অঙ্গীকার সহ পরিবেশ সুরক্ষায় বাপ...

নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নড়াইল জেলা...

  • company_logo