• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মার্কিন সামরিক বাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্ক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সামরিক বাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে কটাক্ষ করেছেন দেশটির ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে তিনি বলেছেন, পরবর্তী যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে।

ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক শুক্রবার নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে এভাবেই কটাক্ষ করেন।

শীর্ষ এই ধনকুবের বলেন, ‘আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনঃনির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হলো যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা’। 

এক্স বার্তায় মাস্ক লিখেছেন, ‘যদি আমাদের সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে’।

 

ইলন মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে, অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে তুলেছে।

মার্কিন এই ব্যবসায়ী এর আগে গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমিতে যুদ্ধের ভবিষ্যত নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ভূমিকার ওপর জোর দেন। 

ওই সময় তিনি বলেন, ‘ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরইমধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে। তাই আমাদের উচিৎ ড্রোন ও এআই’র ব্যবহারের ওপর জোর দেওয়া’।

যুক্তরাষ্ট্র বহুকাল থেকেই তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে আসছে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ ৮৫০ বিলিয়ন ডলার। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে। 

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে, আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু বিনিময়ে ‘কিছুই পায়নি’। সূত্র: আনাদোলু এজেন্সি ও ব্লুমবার্গ

মন্তব্য (০)





image

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ  পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠ...

image

ইসরায়েলের হামলায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ক্ষতির পরিমাণ জান...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ...

image

ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বড় ধরন...

image

এবার গাজার যোদ্ধাদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার আহ্...

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি ...

image

গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় শান্তির সম্ভাবন...

  • company_logo