• বিশেষ প্রতিবেদন

গোপালপুরে বাংলা জাতের বিশাল দেহি শকুন উদ্ধার 

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে বিলুপ্ত প্রায় একটি বাংলা জাতের শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটির ওজন প্রায় ১৫ কেজি এবং লম্বায় ১০ ফুট । শকুনটিকে একবার দেখতে ভীর করছে উৎসুক জনতা।

সোমবার (১৬ ডিসেম্বর)  বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে শকুনটিকে আটক করে এলাকাবাসী।

জানাযায়, মোহাইল গ্রামের কয়েক জন কিশোর বিলে মাছ ধরতে গেলে হঠাৎ পড়ে থাকা আবস্তায় দেখতে পান শকুনটিকে। পরে তারা শকুনটিকে বাড়ীতে নিয়ে আসে। পরদিন সকালে স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার- কে অবগত করলে তিনি শকুনটিকে দেখতে যান।

এ ব্যাপারে ৩ নং ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারের কাছে জানতে চাইলে, তিনি জানান, আমি শকুনটির সংবাদ পেয়ে তাৎক্ষণাৎ দেখতে যাই এবং গিয়ে দেখি শকুনটি  অসুস্থ এবং ক্ষুধার্ত। তখন শকুনটিকে খাওয়ানোর জন্য কিছু গোস্ত কিনে দেই। এবং বিষয়টি ইউএনও  মহোদয় কে অবগত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় বন কর্মকর্তার নিকট শকুনটিকে হস্থান্তর করা হয়।

গোপালপুর উপজেলা বন বিভাগের  দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম  বলেন, সংবাদ পেয়ে আমি শকুনটিকে  উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আসি এবং পরে স্থানীয় এলাকাবাসী শকুনটিকে  আমার কাছে হস্তান্তর করে। 

গোপালপুর প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, আমি মোবাইল মারফত সংবাদ পাই যে, মিজান চেয়ারম্যান এর নির্বাচনী এলাকায় একটি শকুন ধরা পড়েছে, তাৎক্ষণাৎ বিষয়টি ইউএনও - কে অবগত করি এবং বন বিভাগের কর্তব্যরত কর্মকর্তাকে অবগত করি।পরে সে শকুনটিকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন আমি তাকে চিকিৎসা দেই এবং  বন বিভাগের হেফাজতে পাঠাই।

বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম আশরাফ শামীম  নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

শুধু কাগজ আর বাঁশ দিয়ে তৈরী শিক্ষার্থীর আদলে সরস্বতী দেবী...

পাবনা প্রতিনিধিঃ শহরের গলি দিয়ে হাতে টানা রিকশায় চড়ে যাচ্ছেন একজন মেয়ে। একহাত...

image

টঙ্গীর ইজতেমা ময়দানের বর্জ্য ১০ ঘণ্টায় পরিষ্কার

গাজীপুর প্রতিনিধিঃ ১০ ঘণ্টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ময়লা পরিষ্...

image

হাটে ৪ টাকার খাজনা ৪০ টাকা, প্রতারিত হচ্ছে ক্রেতা-বিক্রেতা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের ২নং কাশিমপুর ইউনিয়নে অবস্থিত শত বছরের ঐতিহ্...

image

টঙ্গীর ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার ময়দান ও এর আশপাশের এলাকা মুসলমানদের পদচ...

image

পঞ্চগড়ে খাবার তৈরির ভিডিও বানিয়ে মাসে ৫ লাখ টাকা আয়

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সফল উদ্যোক্তা সাজ্জাদ ই ইসলাম (২৮) পড়ালেখা করেছেন ...

  • company_logo