• বিশেষ প্রতিবেদন

৬ দিনেও সন্ধান মেলেনি গাজীপুর সাফারি পার্ক থেকে পালিয়ে যাওয়া নীলগাইটির

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ ইটের তৈরি ভাঙা দেয়াল টপকে পালিয়ে গেছে গাজীপুর সাফারি পার্কের বিলুপ্ত প্রাণী নীলগাই। ৬ দিন আগে পালিয়ে যাওয়া প্রাণীটি উদ্ধার করতে জোর চেষ্টা চালাচ্ছে বন বিভাগ। বুধবার (২২ জানুয়ারি) বিকাল পর্যন্ত নীলগাইটি উদ্ধার করা যায়নি।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম নীলগাই পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেন।

এরাগে ২০২১ সালে একই পার্ক থেকে একটি নীলগাই পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। তখন দুই মাস ধরে এটি দেশের কয়েকটি জেলায় বিচরণ করে শেষ পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর বন থেকে উদ্ধার হয়। পরে উদ্ধার নীলগাইটি পার্কে ফিরিয়ে আনা হয়।

গাজীপুর সাফারি ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ১৬ জানুয়ারি পুরুষ নীলগাইটি পালিয়ে যায়। সর্বশেষ এটিকে শ্রীপুরের জয়নাতলী গ্রামের শালবনে দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করার চেষ্টা করে বিফল হয়। 

তিনি আরো বলেন, পুরুষ নীলগাইটি ভাঙা দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ পাওয়া যায়। দ্রুত সেটিকে আটকাতে চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আটকানো যায়নি। এর মধ্যে ১৮ জানুয়ারি নীলগাইটিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর বাজার এলাকায় দেখা গেছে। এর পরদিন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে দেখা মেলে। আজ বুধবার (২২ জানুয়ারি) গাজীপুরের জৈনাবাজার এলাকায় খবর পেয়ে লোকজন সেখানে আর পায়নি। প্রতিবার খবর পেয়ে সেটিকে আটকাতে চেষ্টা করা হয়। ৬ দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকাসহ টাঙ্গাইল ও ময়মনসিংহের কয়েকটি স্থানে নীলগাইটিকে আটক করতে চেষ্টা করা হয়। এটির নিরাপত্তার জন্য সম্ভাব্য সব এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বন বিভাগের নির্দেশে সাফারি পার্কের কর্মীরা নীলগাইটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এর নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সাফারি পার্কে সম্প্রতি জন্ম নেওয়া দুটিসহ নীলগাইয়ের পালে সদস্যসংখ্যা ছিল ১১। এগুলোর মধ্যে প্রাপ্তবয়স্ক নয়টির মধ্যে ছয়টি পুরুষ ও তিনটি স্ত্রী। একটি পালিয়ে যাওয়ায় এখন মোট নীলগাইয়ের সংখ্যা হলো ১০। নতুন জন্ম নেওয়া শাবক দুটির লিঙ্গ এখনো নির্ধারিত হয়নি।

মন্তব্য (০)





image

নওগাঁয় সরু বাইপাস সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল, টেন্ডারের মার...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জনগুরুত্বপূর্ণ একটি সড়ক হচ্ছে শহর বাইপাস। শহরের যানজট...

image

নানা আয়োজনে রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধিঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়...

image

চিলমারীতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে চলছে জ্বালানী তেল বিক্রি!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পাম্পের পাশেই গড়ে উঠেছে অবৈধ ...

image

বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ট...

দিনাজপুর প্রতিনিধি: দেশীয় যন্ত্রাংশে সচল হয়ে আবারো বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিন...

image

উলিপুরে তিস্তার ধু ধু বালুচরে ভরসা একমাত্র ঘোড়ার গাড়ি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরগুলোতে নিত্যপণ্য ও কৃ...

  • company_logo