• বিশেষ প্রতিবেদন

পাইকগাছায় অপসিজেন তরমুজ ও সামমাম চাষে সবুজ বিপ্লব

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ কখনো ছিল বিষাক্ত সাপ আর ইঁদুরের অভয়ারণ্য। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালের দুই তীর আজ যেন এক অপূর্ব সবুজ প্রান্তর। সবুজ শস্যের বেষ্টনিতে ঘুরে বেড়াচ্ছেন কৃষক, আর সেই দৃশ্য দেখে অভিভূত এলাকাবাসী। খুলনার পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের ডিহিবুড়া খালের দু’পাড়ে যে দৃশ্যপট গড়ে উঠেছে, তা এক কথায় সবুজ বিপ্লব।
এই বিপ্লবের কারিগর তরুণ উদ্যোক্তা বিধান মণ্ডল। মাছ চাষের পাশাপাশি তিনি খালের দু’পাড়ে অপতিত জমি চাষের আওতায় এনে গড়ে তুলেছেন এক ভিন্ন রকম কৃষি উদ্যোগ। তার হাত ধরেই আজ সেই খালের জমি থেকে উঠছে দেশি-বিদেশি নানা জাতের ফল-সবজি, যা বাজারজাত হয়ে পৌঁছাবে কোটি টাকার ঘরে।
• খালের ইজারা থেকে কৃষি বিপ্লব
জানা গেছে, পাইকগাছার কালিনগর-সেনেরবেড়ে অবস্থিত প্রায় ১৫ একর আয়তনের ডিহিবুড়া খালটি সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল পানি সরবরাহ ও কৃষিকাজের জন্য। পরবর্তীতে উপজেলা প্রশাসন টেন্ডারের মাধ্যমে খালটি ৩ বছরের জন্য সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ইজারা দেয়। তবে লবণ পানি উত্তোলনের আশঙ্কায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
এ পর্যায়ে বিধান মণ্ডল উদ্যোগী হয়ে ওঠেন। তিনি খালের ১৫ একরের মধ্যে জনসাধারণের জন্য ১৩ একর উন্মুক্ত রাখেন, আর বাকি ২ একরে গলদা চিংড়ি ও রুই জাতীয় মাছ চাষ শুরু করেন। শুধু তাই নয়, খালের দু’পাড়ের প্রায় ৩৩ একর জমি চাষের আওতায় এনে উৎপাদনে যুক্ত করেন বিভিন্ন ফল ও সবজি।
• খালের পাড়ে ১৭৩ জাতের ফসল
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের দু’পাশ জুড়ে মাচায় ঝুলছে দেশি-বিদেশি ১১ জাতের অপসিজেন তরমুজ, ৮ জাতের সামমাম, ৬ জাতের ভাঙ্গিসহ মোট ১৭৩ জাতের ফল ও সবজি। সবজি খেতের ভেতর দিয়ে হাঁটলে চোখে পড়ে লাউ, করলা, বরবটি, মিষ্টি কুমড়াসহ নানা রঙের সবজির সমাহার।
বর্তমানে প্রতিদিন গড়ে ৩৫-৪০ জন নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে এই খালপাড়ে। ফলে শুধু কৃষিই নয়, সৃষ্টি হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন কর্মচাঞ্চল্য।
• কোটি টাকার সম্ভাবনা
কৃষক বিধান মণ্ডলের হিসেবে—
৩০ হাজার তরমুজ গাছে প্রতিটি গাছে গড়ে ২-৩টি করে ফল ধরছে। এতে উৎপাদন হবে অন্তত ৬০-৬৫ হাজার তরমুজ। প্রতিটির ওজন আড়াই কেজি থেকে সাড়ে ৮ কেজি পর্যন্ত। বাজারদর কেজিপ্রতি ৪০ টাকা হলে তরমুজ বিক্রি হবে প্রায় ৬০-৬৫ লাখ টাকা।
২৪ হাজার সামমাম গাছে প্রতিটি গাছে ৩-৪টি করে ফল ধরছে। প্রতিটি সামমামের ওজন ৫০০ গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত। বাজারে কেজিপ্রতি ৬০ টাকা হলে সামমাম বিক্রি হবে প্রায় ১৫ লাখ টাকা।
ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির করলা, লাউ, বরবটি ইত্যাদি সাপ্তাহিক ২০০ কেজি হারে বাজারজাত শুরু হয়েছে।
সব মিলিয়ে তার খরচ দাঁড়িয়েছে প্রায় ৩৬ লাখ টাকা, আর প্রত্যাশিত আয় হবে কোটি টাকারও বেশি।
• স্থানীয়দের অভিমত
স্থানীয় জমির মালিক সঞ্জয় বালা, নির্মল বালা ও গৌরপদ বালা বলেন, “বিধান মণ্ডল খালের দু’পাড়ে আমাদের পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে শুধু ফসল ফলাননি, আমাদেরও নতুন স্বপ্ন দেখিয়েছেন। এখন আমরা কৃষিকাজে আগ্রহী হয়ে উঠছি।”
• সাফল্যের রহস্য
বিধান মণ্ডল জানান, তিনি ইউটিউব চ্যানেল ও কৃষি গ্রুপের মাধ্যমে উন্নতমানের বীজ সংগ্রহ করেছেন। সার প্রয়োগে জৈবসার ব্যবহার করেছেন এবং রোগবালাই দমনে ব্যবহার করেছেন বহুজাতিক সিনজেনটা কোম্পানির বালাইনাশক।
“আমি চেষ্টা করেছি আধুনিক প্রযুক্তি আর স্থানীয় মানুষের সহায়তায় কিছু করার। সবকিছু ঠিক থাকলে আগামী ১০-১২ দিনের মধ্যে বাজারজাত শুরু হবে। আশা করছি ভালো দাম পাওয়া যাবে,” বলেন বিধান মণ্ডল।
• দুশ্চিন্তা রয়ে গেছে
তবে এই সফলতার মাঝেও বিধান মণ্ডলের একটাই দুশ্চিন্তা—ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। তিনি বলেন, “ফসল বাজারজাত করতে ভাঙা রাস্তা আর দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে আমাকে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই সমস্যা সমাধান করে, তবে আমাদের মতো কৃষকদের স্বপ্ন আরও বড় আকারে বাস্তবায়িত হবে।”
• সবুজ বিপ্লবের নতুন দিগন্ত
এক সময় যে খালপাড় অন্ধকারে ঢাকা ছিল, আজ সেখানে ভোরের রোদে ঝলমল করছে সবুজের সমারোহ। কৃষক বিধান মণ্ডলের হাত ধরে পাইকগাছায় যে সবুজ বিপ্লব ঘটছে, তা শুধু কৃষি উৎপাদনই নয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদের অবসানে ভোটযুদ্ধে বিএনপি জামায়াতের মাঝে হবে কো...

গাইবান্ধা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সা...

image

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে আরও এক দল বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো ...

image

জামালপুরে জিঞ্জিরাম ও ব্রহ্মপুত্রের ভাঙন

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জিঞ্জিরাম ও ...

image

ফরিদপুরের ভাঙ্গায় হাজারো দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ...

ফরিদপুর প্রতিনিধি : আবহমান গ্রামবাংলার ঐতিহ্য আর উৎসবের আমেজ...

image

ফরিদপুরের সালথায় সাদা শাপলার রূপে সেজেছে প্রকৃতি

ফরিদপুর প্রতিনিধি : প্রতি বছর বর্ষা এলেই ফরিদপুরের সালথা উপজ...

  • company_logo