
ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে টানা বর্ষণের ফলে বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েকটি গ্রামের হাজারো বসতবাড়ি। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন শিল্প কারখানা। ডুবে গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিশাল অংশ। ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে গেছে পানি। মানবেতর জীবনযাপন করছে বসবাসরত পরিবার গুলো।
অপরিকল্পিত নগরায়ন ও যত্রতত্র খাল ভরাট করার কারণে বন্ধ হয়ে গিয়েছে পানির সঞ্চালন লাইন। যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অসহনীয় ভোগান্তি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করা হাজার হাজার শ্রমিক ও পথচারী। কয়েকদিন যাবত একাধারে বৃষ্টি হওয়ার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের অধিকাংশ এলাকার বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এলাকায় খাবার ও খাবার পানির সংকট দেখা দিয়েছে। ডুবে গেছে ব্যবসা প্রতিষ্ঠান। রঙিলা বাজার এলাকার ক্যাপ্টেন সিএনজি তলিয়ে গেছে। মুলাইদ গ্রামের প্যারাডাইস স্পিনিং মিলস, পিনসিল লিমিটেড পানিতে তলিয়ে গেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক কিলোমিটার সড়ক পানির নিচে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন পরিবহন। এছাড়া শ্রীপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড ও ৭ নম্বর ওয়ার্ডের লিচুবাগান এলাকার প্যারামাউন্ড টেক্সটাইল, ইউর ফ্যাশন, পিলোসিট টেক্সটাইলসহ আশপাশের বসতবাড়ি দোকানপাট তলিয়ে গেছে পানিতে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি। কয়েকটি স্থানে পানি সঞ্চালন লাইনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। আগামীকাল রবিবার এক্সকাভেটরের মাধ্যমে পানি নিষ্কাশনের বাঁধা হয়েছে এমন স্থানগুলো খুলে দেওয়া হবে।
নিউজ ডেস্ক : লাখ লাখ মুসলমানের কাছে ওমরাহ পালন সবসময়ই একটি স্বপ্ন। কিন্...
শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা
গাইবান্ধা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সা...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে আরও এক দল বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো ...
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জিঞ্জিরাম ও ...
মন্তব্য (০)