![](https://admin.cniasia.news/public/uploads/post/2025/02/1823046232135857.jpg)
ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" প্রতিপাদ্য তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক এর অংশগ্রহণে আয়োজিত হয়েছে পিঠা উৎসব।
বুধবার সকাল থেকে এ পিঠা উৎসব শুরু হয়ে দিনব্যাপী নানারকম পিঠাপুলি নিয়ে স্টল সাজিয়ে শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত পিঠাপুলি উপস্থাপন করে।
একেকটি স্টলে হরেক নামের সুন্দর সুন্দর পিঠা তৈরি ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে পিঠা বানানোর অভিজ্ঞতা বলেন এবং একে অপরের সাথে আলোচনা করেন।
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে পিঠা উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একদম নতুন ধরনের কয়েকটি পিঠাও তারাও তৈরি করেছে তার মধ্য রয়েছে গাদা পিঠা,গোলাপ পিঠা,জামাই পিঠা,জবা পিঠা সহ বিভিন্ন পুলি পিঠা।
উৎসব নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম প্রামাণিক জানায়, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া সৃষ্টি হবে। নতুন কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবে।
পিঠা উৎসব পরিদর্শনকালে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানায়, তরুণরাই আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। তাই তাদের সকল কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। তারুণ্যের উৎসবের মাধ্যমে এ বার্তা দেয়া হচ্ছে।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এ সৃজনশীল কাজের প্রশংসা করেছেন অভিভাবক সহ অন্যান্যরা।
রংপুর ব্যুরোঃ রংপুরসহ উত্তরাঞ্চলের সব&n...
নড়াইল প্রতিনিধিঃ "কৃষিই সমৃদ্ধি " এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়া...
নড়াইল প্রতিনিধিঃ "কৃষিই সমৃদ্ধি " এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়া...
পাবনা প্রতিনিধিঃ শহরের গলি দিয়ে হাতে টানা রিকশায় চড়ে যাচ্ছেন একজন মেয়ে। একহাত...
গাজীপুর প্রতিনিধিঃ ১০ ঘণ্টার মধ্যে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ময়লা পরিষ্...
মন্তব্য (০)