ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রংপুরে একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে।রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগরে গাছে আটকে থাকা অবস্থায় বিশাল আকৃতির এই শিকারি পাখিটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে শকুনটি আটকা পড়ে।
শনিবার (১৪ ডিসেম্বর ) দুপুরে শকুনটিকে প্রাথমিকভাবে দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে পাঠানোর আগে কিছুক্ষণের জন্য রংপুর কারমাইকেল কলেজে আনা হয়।খোলা প্রাঙ্গণে শকুনটিকে দেখতে ক্যাম্পাসে ভিড় জমায় শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ।বিশাল আকৃতির পাখিটির সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে শিশুরাও।
প্রায় তিন ফুট উচ্চতা,সাত ফুট পাখার দৈর্ঘ্য এবং ১০ কেজি ওজনের এই শকুনটি স্থানীয় এলাকাবাসীর নজরে আসে।তারা তাৎক্ষণিকভাবে এটিকে বন্দি করে পরিবেশবাদী সংগঠন ‘ওয়ার্ড এনিম্যাল রেসকিউ অ্যান্ড অ্যাডপশন নেটওয়ার্ক’-এর রংপুর শাখার সদস্যদের খবর দেন।
জানা যায়, পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের লোভে যেসব পরিযায়ী পাখিরা পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম ‘হিমালয়ী গৃধিনী প্রতি বছর শীতকালে এই শকুনগুলো মাইগ্রেট বা পরিযায়ন করে বাংলাদেশের সমতল ভূমিগুলোতে চলে আসে।
রেসকিউ টিমের পীরগাছা শাখার সদস্য নূর হাসান নাহিদ ও সোহেল জানান,অন্নদানগরে রংনাথ এলাকায় গাছে আটকে পড়ছে একটি শকুন খবর পাই।স্থানীয়রা অনেক চেষ্টায় শকুনটিকে বেঁধে রেখেছে।পরে সেখানে গিয়ে আমরা সেটাকে উদ্ধার করি।পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের ঊর্ধ্বতনদের নির্দেশ মোতাবেক শকুনটিকে আজ শনিবার রংপুর নগরীর কারমাইকেল কলেজে আনা হয়। এখান থেকে কিছুক্ষণ পরেই দিনাজপুরের সিংরার উদ্দেশে রওনা হয়েছি। সেখানে রেসকিউ সেন্টারে শকুনটির চিকিৎসা করানো হবে।
ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ-এর অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত বলেন,শকুনটি বর্তমানে দুর্বল ও অসুস্থ।সিংড়া রেসকিউ সেন্টারে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রকৃতিতে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।”
কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুর রউফ জানান,শকুন মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং বিষাক্ত খাদ্য গ্রহণের ফলে শকুনের সংখ্যা বাংলাদেশে আশঙ্কাজনক হারে কমেছে। তাই পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি শকুনসহ অন্যান্য বিপন্ন প্রজাতি রক্ষায় সকলের সহযোগিতা ও সচেতনতা দরকার।
পাবনা প্রতিনিধিঃ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পাবনার চাটমোহরে আদিবাসী পল্লিতে অ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শতাধিক নারী-পুরুষ নিয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় অসুস্থ বৃদ্ধ বাবাকে তার সন্তানেরা বৃদ্...
নওগাঁ প্রতিনিধি: ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫আগষ্টে স্বৈরাচার সরকারের ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চুল ও দাড়ি কেটে মানুষকে আকর্ষনীয় সুন্দর করাই যাদের...
মন্তব্য (০)