ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রব পক্ষকে চল্লিশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত বর নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মাইলাইল গ্রামের বাসিন্দা। শনিবার (৯ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) মো. মামুন খান।
আদালত সূত্রে জানা যায়, শনিবার দোহার পৗরসভার ৪নং ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকায় একটি বাল্য বিবাহের সময় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছেলের অভিভাবক নবাবগঞ্জ উপজেলার জলিল মাদবরের ছেলে বাচ্চু মিয়াকে (৫৬) চল্লিশ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে জনস্বার্থে দোহার উপজেলায় এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।
নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীতের...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘটনায় আলোচিত মা রুমা আ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল...
মন্তব্য (০)