• প্রশাসন

ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছেঃ জেলা প্রশাসক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। স্বৈরশাসনের অবসান হলেও ফ্যাসিবাদিরা এখনো সক্রিয় রয়েছে। এরা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে। এদের বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে তারা কোন ভাবেই অনুপ্রবেশ করতে না পারে। ফ্যাসিবাদীরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কেউ আইন নিজের হাতে উঠিয়ে নিবেন না। রাজনৈতিক নেতাদের উদ্যেশ্যে বলেন নিজেদের ভিতরে কলহের সৃষ্টি করবেন না। আইনশৃঙ্খলার অবনতি হলে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হবে। এতে বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়ে বর্তমান সরকার বেকায়দায় পরবে। এতে দেশ উন্নয়ন বঞ্চিত হবে। শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে সৎ যোগ্য শিক্ষানুরাগি ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা উচিৎ। অযোগ্য ব্যক্তিরা বিদ্যালয় পরিচালনা কমিটিতে প্রবেশ করলে শিক্ষা বিস্তার মারাত্মক ভাবে বাঁধা গ্রস্থ হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়েতে ইসলামীর আমীর মনজুরুল হক হাসান, উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ইসলামী আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল হক কাসেমী, বৈশম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসানুর রহমান সজিব প্রমুখ।  

মন্তব্য (০)





image

সচিবালয়-যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ড...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ...

image

সালথায় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফরিদপুর  প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২৫শে মার্চ গনহ...

image

বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহি...

image

প্রথমবারের মতো নওগাঁয় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো জেলা প্রশাসন

নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের নীলকুঠি এলাকায়...

image

ইসলামপুরে দুইটি ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন, ৪ লাখ জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিয...

  • company_logo