• লিড নিউজ
  • প্রশাসন

পুলিশকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিএমপি কমিশনারের

  • Lead News
  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় যারা দিনরাত পরিশ্রম করছেন তাদের উদ্দেশেই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আপনারাই পুলিশের মেরুদণ্ড। আপনাদের কাজেই ফুটে উঠবে পুলিশের পেশাদারিত্ব ও জনসেবার মান।

‎মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির এসআই ও পিএসআইদের এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

‎ডিএমপি কমিশনার বলেন, পুলিশের সুনাম-দুর্নাম সবই নির্ভর করে মাঠপর্যায়ে কাজ করা এসআইদের ওপর। সাধারণ মানুষের সঙ্গে আপনাদের সরাসরি সংযোগ। তাই স্বচ্ছতা, আন্তরিকতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে প্রতিটি পদক্ষেপে।

‎তদন্ত কার্যক্রমের মান উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, চার্জশিট দেওয়ার পরও সাজার হার কম। এটা আমাদের জন্য অশনি সংকেত। তদন্তে পেশাদারত্ব না থাকলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হয়। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন, ভুল করবেন না। ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ পুলিশের জনসেবা ও পেশাগত মানে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

‎অনুষ্ঠানে ফারুক আহমেদ বলেন, আপনাদের নিয়োগ হয়েছে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে। তাই দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম চলবে না। সীমিত আয়ে সংসার চালিয়ে নিজেদের পেশাদারত্ব ধরে রাখুন। তিনি আরও বলেন, চাকরিতে এসেছি সম্মানের সঙ্গে বাঁচার জন্য। অন্য কেউ কী করছে, সেটার চেয়ে বড় বিষয় হলো-আমি কী করছি।

‎ডিএমপিতে কর্মরত ২,৩৪৪ জন এসআইদের মধ্যে প্রথম দফায় ৪৫০ জন এই ব্রিফিংয়ে অংশ নেন। পর্যায়ক্রমে সবাইকে এই সেশনে অন্তর্ভুক্ত করা হবে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহে দুই বছর পর চুরির রহস্য উদঘাটন করলো পিবিআই

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জে...

image

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, গুলি...

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ...

image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ ৫ জন সাময়িক ব...

নিউজ ডেস্ক : গাজীপুরে টঙ্গীতে অভিযানে গিয়ে আসামির বাসা থেকে ব্যাংক চেক ব...

image

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে দেয়া হয়েছে বিশেষ আদালত গঠনের...

সঞ্জু রায়, বগুড়া: মাদকবিরোধী কার্যক্রম...

image

কিছু দুস্কৃতিকারী রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়-স্...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ)...

  • company_logo