• প্রশাসন

‎কুড়িগ্রামে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টবলে ২৯ জন নির্বাচিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন মেধাবী চূরান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

‎জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ধারাবাহিকতায় গত ১০ থেকে ১২ আগস্ট মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২ হাজার প্রার্থী। তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য হয়ে ৩৯০ জন গত ২৩ আগস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে ২৯ জন প্রার্থীকে চূরান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পরপর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জনের সবাই তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে। তাদের সবার সাথে যদি সময় করে কথা বলতে পারেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন। তিনি আরো বলেন, এবার লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।

‎উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের সময়কালে ইতিপূর্বে ২ টি নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় শতভাগ সচ্ছতার সাথে এবারো ২৯ জনকে নিয়োগের জন্য চূরান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এই প্রথম কোন চাকরির লিখিত পরীক্ষায় ফেস ডিকেকশন ক্যামেরায় পরীক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে শতভাগ সচ্ছ পরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ।

মন্তব্য (০)





image

খুলনার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রতিনিধিঃ খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর র...

image

‎রাস্তা বন্ধ করে চলাচল করা সেই জিএমপি কমিশনার প্রত্যাহার

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমু...

image

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময়

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক ...

image

‎চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান

নিউজ ডেস্কঃ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়...

image

‎ডিএমপি'র ডিবিপ্রধান হলেন শফিকুল ইসলাম

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান...

  • company_logo