• প্রশাসন

শীতার্তদের দ্বারে দ্বারে শীতবস্ত্র নিয়ে ইউএনও মোহাইমেনা শারমীন

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীতের দাপট। শীত মৌসুমে এই অঞ্চলের তাপমাত্রা ৯ থেকে ১৫ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। অপরদিকে উত্তরের হিমেল হাওয়া শীতের সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। এতে করে গরম কাপড়ের অভাবে চরম বেকায়দায় পড়েছে শীতার্ত মানুষরা বিশেষ করে ছিন্নমূল, ভবঘুরে, নিম্ম আয়ের খেটে খাওয়া বিভিন্ন শ্রেণির শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শিশু সদনের শিশুরা।

জেলার ১১টি উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ভাবে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগর উপজেলার শীতার্ত মানুষদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উপহার হিসেবে গরম কাপড় (কম্বল) বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।

মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আল মাদ্রাসাতুল কাশেমিয়া বায়তুল ইসলাম কওমীয়া মাদ্রাসা ও শিশু সদনে ১০৫টি, রাণীনগর বাজার দারুল উলুম শিশু সদনে ২২টি ও বিষ্ণপুর মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ ২৫টি কম্বল বিতরণ করা হয়। এরপর রাণীনগর রেলওয়ে স্টেশনে থাকা ছিন্নমূল ও ভবঘুরে মানুষদের মাঝেও গরম কাপড় হিসেবে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও রাণীনগর বাজারে থাকা বিভিন্ন শ্রেণিপেশার নিম্ম আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের মাঝেও শীত বস্ত্র বিতরণ করা হয়। যতদিন শীতের দাপট অব্যাহত থাকবে ততদিন প্রকৃত শীতার্তদের মাঝে  শীতবস্ত্র বিতরণের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। বিতরণ কার্যক্রমের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালকুদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান জেলার শীতার্ত মানুষদের জন্য যথেষ্ট পরিমাণ গরম কাপড় (কম্বল) মজুত রয়েছে। শীতের দাপট শুরুর পর থেকে নির্দেশনা মোতাবেক প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের উপজেলার শীতার্ত ছিন্নমূল, হরিজন পল্লী, ভবঘুরে ও নিম্ম আয়ের শীতার্তদের খুজে খুজে বের করে তাদের মাঝে সরকারের শীতবস্ত্র পৌছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বে-সরকারি প্রতিষ্ঠানরাও জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে শীতবস্ত্র হস্তান্তর করেছে। তাই জেলার শীতার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র মজুত রয়েছে। যতদিন শীতের তীব্রতা অব্যাহত থাকবে ততদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

মন্তব্য (০)





image

কুড়িগ্রামে নৌ-ডাকাতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জ...

image

পঞ্চগড়ে জেলা প্রশাসকের ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করেছেন, জেলা প্রশাসক মো...

image

পঞ্চগড়ে অপরাধ নির্মূলে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধিঃ মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি এরি লক্ষ্যে মাদক ও অন...

image

ফরিদপুরে নেশার টাকা জোগাড় করতে রিকশাচালককে হত্যা

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীর ট...

image

শনিবার রাত থেকে ইজতেমা এলাকায় গণপরিবহন বন্ধ থাকবে

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার (২ ফে...

  • company_logo