• লিড নিউজ
  • প্রশাসন

ভাঙ্গায় ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার  সাথে   উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক,সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর)  উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা তাদের সমস্যা,সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার( ভূমি)  মেশকাতুল জান্নাত রাবেয়ার সঞ্চালনায় প্রধান অতিথি  হিসেবে জেলা প্রশাসক মো কামরুল হাসান।

জেলা প্রশাসক তার বক্তব্যে জানান, সমাজে সকাল ধরনের অনাচার,অবিচার সহ বিভিন্ন বৈষম্য দূর করতে হবে। বৈষম্য শুধু মুখে মুখে বললে হবেনা,লালন করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে। তিনি সমাজে ভূমি দস্যু,জবরদখল,সড়কে নৈরাজ্য,ট্রাফিক ব্যবস্থা,আইনশৃঙ্খলা,কৃষি উপকরণ, প্রনোদনা, সার-বীজ সমস্যাসহ কৃষকদের সমস্যা লাঘবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

এর আগে  নবাগত জেলা প্রশাসককে সরকারী বেসরকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গন তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল- মামুন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান,স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানসিভ জোবায়ের,সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জাকির হোসেন খসরু, আবুল বাসার মাতুব্বর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা। 

 

মন্তব্য (০)





image

ফ্যাসিবাদের প্রেতাত্মারা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তা...

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত...

image

কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শ...

image

গাজীপুরে উদ্ধার হওয়া শিশুকে শীতবস্ত্র ও ফুল নিয়ে দেখতে যা...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘটনায় আলোচিত মা রুমা আ...

image

কুড়িগ্রামে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধ...

image

অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রংপুর ব্যুরোঃ  রংপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় গরীব শীতার্তদের মাঝে শ...

  • company_logo