• প্রশাসন

চাটমোহর থানায় 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জনগণের মতামত, সমস্যা ও নিরাপত্তাসহ মানুষের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে পাবনার চাটমোহর থানা পুলিশের আয়োজনে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে থানা চত্বরে এ 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলমের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত নয়ন কুমার সরকারের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার। 

এ সময় চাটমোহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। তারা চাটমোহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন অসংগতি মাদক, জুয়া, ইভটিজিং, ছিনতাই, সন্ত্রাস, যৌতুক, কিশোরগ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, ধর্ষন, মোবাইলের মাধ্যমে জুয়া খেলা, উচ্চস্বরে গাড়ীর হর্ণ বাজানো, অস্লীল নৃত্য, চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত ক্যারামবোর্ড খেলা, উচ্চস্বরে গান বাজানো, মোটর সাইকেলের সাইলেন্সারের উচ্চ শব্দ ব্যবহার করে জনমতে আতঙ্ক সৃষ্টি করা বন্ধে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, আমিও আপনাদের মত একজন সাধারন মানুষ, আমি একজন বাংলাদেশের নাগরিক। এখানে সবচেয়ে বড় সমস্যা হল মাদক। মাদকের সমস্যা বাংলাদেশে দীর্ঘ কাল ধরেই আছে। আমাদের জেলা গোয়েন্দা (ডিবির) টিম প্রতিনিয়ত মাদক উদ্ধারে কাজ করছে। থানা পুলিশেও মাঝে মাঝে মাদক উদ্ধার করছে। কিন্তু আপনারা যেভাবে প্রত্যাশা করছেন সেভাবে আমরা হয়তো করতে পারিনা। কারণ আমাদের বিভিন্ন কাজ করতে হয়। যেমন ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত, মামলা নিষ্পত্তি, জিডি নিষ্পত্তি, ভিভিআইপি প্রটোকল, মারামারি, পূজা প্রর্বণ, ঈদ ও রাজনৈতিক কর্মকান্ডের নিরাপত্তা দিতে হয়। একটা থানার আয়তন হিসেবে ফাঁড়িসহ থানার জনবল প্রায় একশোর মত। কিন্তু এখানে দুই থেকে আড়াই লক্ষ লোকের বসবাস। সে ক্ষেত্রে সার্বিকভাবে সমস্ত বিষয়ে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ে সুষ্ঠুভাবে সম্পাদন করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আপনাদের সহযোগিতা লাগবে সচেতনতা লাগবে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আশ্বাসদেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খুলনার নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা প্রতিনিধিঃ খুলনার নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর র...

image

‎কুড়িগ্রামে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের কনস্টবলে ২৯ ...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ মেধা...

image

‎রাস্তা বন্ধ করে চলাচল করা সেই জিএমপি কমিশনার প্রত্যাহার

নিউজ ডেস্কঃ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমু...

image

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও’র মতবিনিময়

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক ...

image

‎চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন গোলাম রসুল ও শহিদুর রহমান

নিউজ ডেস্কঃ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়...

  • company_logo