• লিড নিউজ
  • স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১২০৯

  • Lead News
  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ডেস্কঃ এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত জন। এতে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২০৯ জন। চলতি বছর মোট রোগীর সংখ্যা ৬৯ হাজার ৪৫৬ জন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি ও চারজন দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৫১ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪ জন ও ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ২২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত একদিনে চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, খুলনা বিভাগে ১৩৭ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন,  রাজশাহী বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয, চলতি বছরের প্রথম দিন থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩৭ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ২৪৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১৫২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৬৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, খুলনা বিভাগে ২১ জন, ঢাকা বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা এবং রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

মন্তব্য (০)





image

বরুড়ায় বিনা খরচে চিকিৎসা ও ঔষধ পেয়ে ৪ হাজার মানুষের মুখে ...

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়া উপজেলা প্রত্যন্ত অঞ্চলের প্রায় ...

image

প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভুমিকা বিষয়ক ক...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়...

image

ফামের্সীতে মিলল ২ বস্তা নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্...

image

ঢাকার ৬ এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

স্বাস্থ্য ডেস্কঃ সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা এয়ার কোয়াল...

image

নওগাঁয় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দি...

  • company_logo