ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে হাসপাতালে অপারেশন থিয়েটারে নেওয়ার প্রস্তুতির সময় ডাক্তার ও নার্সের ভুল ইনজেকশন পুশ করার সাথে সাথেই দুই রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন, মল্লিক (৩২) জহিরুল ইসলাম (২২)।
রোগীর স্বজনদের দাবি ডাক্তার এবং নার্সদের চরম অবহেলা এবং ভুলের জন্যই তাদের মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালকন হেলিস রঞ্জন সরকার বিষয়টি ভুল স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য সুপারিশ করা হবে।
তিনি বলেন, এ ঘটনার পর অভিযুক্ত ওই সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ধুলদিয়া নতুন বাজার এলাকার মনিরুজ্জামান মল্লিক(৩২) হারনিয়ার অপারেশন করতে সাত দিন আগে এ হাসপাতালে ভর্তি হন। এছাড়া নিকলী উপজেলার দামপাড়া এলাকার জহিরুল ইসলাম(২২) গত চারদিন আগে এ্যাপেন্ডিসাইড এর অপারেশন করতে হাসপাতালে ভর্তি হন। দুই জনেই সার্জারী ওয়ার্ডে ভতি ছিলেন। আজ তাদের অপারেশন হবার কথা ছিলো।
আজ সকালে সার্জারী ওয়ার্ডের মোট চার জনকে অপারেশন করার জন্য চেতনা নাশক ইনজেকশান দেয়া হয় । চেতনা নাশক ইনজেকশন ওটিতে দেয়ার কথা থাকলেও কর্মরত নার্স নাদিরা বেগম ওয়ার্ডের বেডেই ইনজেকশন দেন । স্বজনরা জানায় ইনজেকশন দেবার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দুই জনই মারা যায়। বাকি দুই জন স্বাভাবিক রয়েছে। তাদেরকে আলাদা রুমে নিবির পর্যইবেক্ষনে রাখা হয়েছে
এ ঘটনায় হাসপাতালের সামনে স্বজনরা বিক্ষোভ ও আহাজারি করেন। এতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
                            
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের ...
                            
নিউজ ডেস্কঃ ক্যানসারের অত্যাধুনিক চিকিৎসা ও আন্তর্জাতিক মানে...
                            
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়া...
                            
নিউজ ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজন...
                            
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার গুলশান-১ এর ৪৭, নাসা হাইটস ভবনে অবস্...
            
মন্তব্য (০)