ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে একজন চিকিৎসককে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনের দাবিতে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকর্মী চিকিৎসকরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন না করা হলে নতুন কর্মসূচিত যাবার ঘোষনা দিয়েছেন তারা।
গত ২৬ ডিসেম্বর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক গাইনি বিভাগের সার্জন নারী চিকিৎসক আরজু শামীমা রহমানকে রোগীনির স্বামী স্বজনের হাতে ধাক্কাধাক্কিসহ লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহন এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল কলেজসহ সহকর্মী চিকিৎসকরা।
কর্মসূচিতে বক্তব্য দেন গাইনি চিকিৎসক অধ্যাপক ইসরাত শারমিন, গাইনি চিকিৎসক অধ্যাপক জাহান আরা বেগম মুন্নী, শিশু রোগ চিকিৎসক ফাতেমা ফারজানা, সার্জারী বিভাগের চিকিৎসক অধ্যাপক আব্দুস সালামসহ অন্যান্যরা।
আন্দোলনকারি চিকিৎসকরা জানান, গত ২৫ ডিসেম্বর অন্য চিকিৎসা কেন্দ্র থেকে রেফার্ড করা একজন রোগীনিকে ২৬ ডিসেম্বর সিজারিয়ান অপারেশেনের সিদ্ধান্ত নেন গাইনি বিভাগের সার্জন সহকারি অধ্যাপক ডাক্তার আরজু শামীমা রহমান।
চিকিৎসকের নির্দেশনা না মেনে সকালে কেক বিস্কুট খেয়ে নেওয়ায় জটিলতার আশংকায় ওই রোগীনিকে এনেসথেসিয়া দেওয়ার মত ফিটনেস না থাকায় রোগীনিকে তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করতে সম্মত হননি চিকিৎসক আরজু শামীমা রহমান। এসময় তাকে অপারেশন থিয়েটারের সামনে ধাক্কাধাক্কিসহ লাঞ্ছিত করেন রোগীনির স্বামী স্বজনরা।
এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহনসহ চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্হা না হলে নতুন কর্মসূচির ডাক দেওয়ার ঘোষনা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ ফাউন্...
নিউজ ডেস্কঃ গত কয়েকদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ২৫০শয্যা জেনারেল হাসপাতালে জনবল সংকটের অযুহাতে...
রংপুর ব্যুরোঃ পৌষ মাসের প্রথম থেকে শীতের তীব্রতা্ ও দাপট বেড়...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপ...
মন্তব্য (০)